বিডি মেট্রোনিউজ ডেস্ক ॥ ঢাকা সেনানিবাসের প্রাণ কেন্দ্রে অবস্থিত শহীদ বীর উত্তম লেঃ আনোয়ার গার্লস কলেজে ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে পালিত হয়েছে দু’দিন ব্যাপী আয়োজিত আন্তঃ হাউস বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা।
গত মঙ্গলবার ১০টা ৩০ মিনিটে উদ্বোধনী আয়োজনে প্রধান অতিথি হিসেবে আমন্ত্রিত হয়ে কুচকাওয়াজে অভিবাদন গ্রহণ করেছেন ব্রিগেডিয়ার জেনারেল এএসএম মাহমুদ হাসান, পিএসসি, কমান্ডার, ১৪ স্বতন্ত্র ইঞ্জিনিয়ার ব্রিগেড, ঢাকা সেনানিবাস এবং সভাপতি কলেজ পরিচালনা পরিষদ।
বুধবার বিকেলে সমাপনী দিবসের চূড়ান্ত আয়োজনে প্রধান অতিথির মর্যাদায় ভূষিত হয়ে কুচকাওয়াজে অভিবাদন গ্রহণ করেন মেজর জেনারেল মিজানুর রহমান খান, এনডিসি, এএফডব্লিউসি, পিএসসি এরিয়া কমান্ডার, লজিস্টিক্স এরিয়া, এবং বিশেষ অতিথির অবস্থান অলঙ্কৃত করে বিজয়ীদের মাঝে পুরস্কৃত করেন বেগম নবীনা মিজান। এ সময় স্কুলের সহশ্রাধিক ছাত্র-ছাত্রীর অভিভাবক সহ গন্যমান্য ব্যক্তি উপস্থিত ছিলেন ।
হাউস ভিত্তিক অর্জন : সর্বোচ্চ ২৬৭ পয়েন্ট পেয়ে চ্যাম্পিয়ন হাউস বেগম রোকেয়া। ১৯৪ পয়েন্ট পেয়ে রানার আপ হাউস রাবেয়া বসরী।
ব্যক্তিগত পর্যায়ে অর্জন : সর্বোচ্চ ০৬ পয়েন্ট পেয়ে চ্যাম্পিয়ন সানজিদা আলম মিম। ০৪ পয়েন্ট পেয়ে রানার আপ ফারিহা তাসনিম।
শেষ বিকেলের আলোয় উৎসবঘন বার্ষিক ক্রীড়া আসরের সমাপ্তি ঘোষিত হয়।