চরফ্যাশন পৌর নির্বাচনে ব্যতিক্রম প্রচারনা

জাফর আহমদ নোমান   আসছে ১৫ ফেব্রুয়ারি চরফ্যাশন পৌরসভার ভোট। নির্বাচনী আবহে চরফ্যাশন পৌরবাসীর মাঝে উৎসব বিরাজ করছে। রাতদিন প্রার্থীরা ভোটারদের ঘরে ঘরে ভোট চাইছেন বিভিন্ন কায়দায় । চরফ্যাশন পৌর নির্বাচনে আওয়ামীলীগ ও বিএনপি মনোনীত দুইজন মেয়র প্রাার্থী ও নয়টি ওয়ার্ডে সাধারন ও সংরক্ষিত নারী কাউন্সিলর পদে একাধিক প্রার্থী নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন।

আলাদা ভাবে ছোট বড় মিছিল করে প্রার্থীদের অনুসারীরা নিজেদের পছন্দের প্রার্থীর মার্কায় ভোট চেয়ে শ্লোগানে শ্লোগানে পৌর এলাকার অলিগলি কাঁপিয়ে তুলছেন।

badal-1

পৌর এলাকা ঘুরে দেখা গেছে, নির্বাচনে জয়ী হতে প্রার্থীরা নানান কৌশল অবলম্বন করছেন। মেয়র ও কাউন্সিরর প্রার্থীরা মহিলা ও তরুণীদের মেয়েদেরকে পাঠাচ্ছেন ভোটারদের দুয়ারে দুয়ারে । কাকুতি মিনতি করে নিজেদের পছন্দের প্রার্থীর মার্কায় ভোট চাইছেন।

অপরদিকে ভোটারদের সাথে কথা বলে জানা গেছে, ভোটের জন্য প্রার্থীরা নিজেদের জমা ও ধার-দেনা করে মোটা অঙ্কের  নির্বাচনী ব্যয় সামলাচ্ছেন।

শুক্রবার পৌর ৬নং ওয়ার্ডের মফিজাবাদ বিদ্যালয় সংলগ্ন একটি বাড়ীতে নির্বাচনী সভায় আওয়ামীলীগ মনোনীত প্রার্থী বাদল কৃষ্ণ দেবনাথ নৌকা মার্কায় ভোট চান উপস্থিত বিপুল সংখ্যক নারী-পুরুষদের কাছে। জযী হলে চরফ্যাশন পৌর এলাকাকে আরো আধুনিক করে তুলবেন বলে তিনি প্রতিশ্রুতি দেন।

সভায় নানান বিগত ৫ বছরে চরফ্যাশন পৌরবাসীর উন্নয়নে স্থানীয় এম.পি ও উপ-মন্ত্রী আবদুল্লাহ আল ইসলাম জ্যাকবের নানান উন্নয়নচিত্র  তুলে ধরে নৌকা মার্কায় ভোট চান উপজেলা চেয়ারম্যান জয়নাল আবেদীন আখন, উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক অধ্যাপক জামাল উদ্দিন মহাজন। ঠিকাদার ও আওয়ামীলীগ নেতা মাকসুদুর রহমান, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মিলা। মহিলালীগের একাধিক নেত্রী সহ চরফ্যাশন উপজেলা আওয়ামীলীগের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা উক্ত নির্বাচনী সভায় উপস্থিত হয়ে আওয়ামীলীগ প্রার্থীকে উৎসাহ দেন।

দলীয় প্রার্থীকে জয়ী করতে চরফ্যাশন উপজেলা আওয়ামীলীগের নেতাকর্মীরা স্থানীয় সাংসদ  আবদুল্লাহ আল ইসলাম জ্যাকবের নির্দেশনায় প্রতিটি ওয়ার্ডে  ভোটারদের ঘরে ঘরে নৌকা মার্কায় ভোট চাইছেন ।

অপরদিকে বিএনপি প্রার্থী আমিরুল ইসলাম মিন্টিজ দলীয় কর্মী সমর্থকদের নিয়ে নিরবে ধানের শীষ মার্কায় ভোটের জন্য প্রচারনা চালিয়ে যাচ্ছেন।

Print Friendly, PDF & Email

Related Posts