চরফ্যাশনে বাদল কৃষ্ণ দেবনাথ পৌর মেয়র নির্বাচিত

জাফর আহমদ নোমান  চরফ্যাশন পৌরসভা নির্বাচনে বেসরকারী ভাবে পৌরমেয়র নির্বাচিত হয়েছেন আওয়ামীলীগের প্রার্থী বাদল কৃষ্ণ দেবনাথ। তিনি নৌকা প্রতীকে পেয়েছেন ১২৮৭৩ ভোট পেয়ে বিপুল ভোটের ব্যবধানে নির্বাচিত হয়েছেন।

তার নিকটতম প্রতিদ্বন্ধী বিএনপির প্রার্থী আমিরুল ইসলাম মিন্টিজ ধানের শীর্ষ প্রতীকে পেয়েছেন ২৪১১ ভোট।

 

badal-debnath
এক. নির্বাচিত পৌরমেয়র বাদল কৃষ্ণ দেবনাথ দুই. ‍একটি ভোটকেন্দ্রে ভোটারদের সারি

 

এ ছাড়া চরফ্যাশন পৌরসভার ৯টি ওয়ার্ডে সাধারণ কাউন্সিলর পদে যারা নির্বাচিত হয়েছেন, তারা হলেন- পৌর ১নং ওয়ার্ডে আলাউদ্দিন মাতাব্বর, ২নং ওয়ার্ডে নজরুল কিষান,  ৩নং ওয়ার্ডে মোঃ সিরাজ, ৪নং ওয়ার্ডে আকতারুল আলম সামু, ৫নং ওয়ার্ডে আকবর হাওলাদার, ৬নং ওয়ার্ডে জাহাঙ্গীর হোসেন কুতুব, ৭নং ওয়ার্ডে মোঃ মিলন, ৮নং ওয়ার্ডে মোঃ জাহের ভূঁইয়া, ৯নং ওয়ার্ডে মিজানুর রহমান মনজু।

সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে বিজয়ী হয়েছেন ১-২-৩ নং ওয়ার্ডে ফরিদা পারভীন, ৪-৫-৬ নং ওয়ার্ডে জেসমিন আক্তার খুকু, ৭-৮-৯ নং ওয়ার্ডে জাহানারা বেগম।

এরা সবাই বেসরকারীভাবে নির্বাচিত হয়েছেন।

Print Friendly, PDF & Email

Related Posts