ভালবাসা দিবসে বেড়াতে নিয়ে তরুণীর সর্বনাশ

বিডি মেট্রোনিউজ, ব্রাহ্মণবাড়িয়া ॥  ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলায় বিশ্ব ভালবাসা দিবসে এক তরুণীকে বেড়াতে নেওয়ার কথা বলে ধর্ষণের অভিযোগ উঠেছে কথিত প্রেমিকের বিরুদ্ধে। রোববার বাগরা এলাকায় এ ঘটনা ঘটে। রাতেই পাঁচজনকে আসামি করে থানায় ধর্ষণ মামলা দায়ের করেন ওই তরুণী নিজে।

কসবা থানার ওসি মোহাম্মদ মহিউদ্দিন মামলার বরাত দিয়ে সাংবাদিকদের বলেন, কসবার মইনপুর গ্রামের মো. মোমেন সরকারের ছেলে শরীফ সরকারের (২০) সঙ্গে বায়েক ইউনিয়নের এক তরুণীর (২২) প্রেমের সম্পর্ক গড়ে ওঠে মোবাইল ফোনে।

“রোববার সকালে ভালবাসা দিবস উপলক্ষে বেড়াতে যাওয়ার কথা বলে ওই তরুণীকে তার কুমিল্লার ফুফাত বোনের বাসা থেকে সিএনজি যোগে বাগরা সিএনজি স্টেশনে নিয়ে আসে শরীফ।”

ওসি বলেন, সেখান থেকে শরীফ ও তার সঙ্গীরা তাকে সিএনজিতে তুলে কামালপুর গ্রামের বজলু ভুঁইয়ার বাড়ি নিয়ে ধর্ষণ করে। “পরে তার চিৎকারে এলাকাবাসী এগিয়ে গেলে সবাই দৌড়ে পালায়।”

ওসি আরও জানান, তরুণীকে ডাক্তারি পরীক্ষার জন্য ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে পাঠানো হয়েছে এবং আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

Print Friendly, PDF & Email

Related Posts