ব্রার্থওয়েটকে ৫ কোটি রুপিতে কিনল কলকাতা নাইট

বিডিমেট্রোনিউজ ডেস্ক ॥ আইপিএল নিলামের শুরুতেই শাহরুখ-প্রীতি লড়াই৷ ক্যারিবিয়ান অল-রাউন্ডারের জন্য ঝাঁপালেন দু’জনেই ৷ শেষ পর্যন্ত বাজিমাত কিং খানের দলের৷ ২০১৬ টি-২০ বিশ্বকাপের নায়ক কার্লোস ব্রার্থওয়েটকে ৫ কোটি রুপিতে কিনল কলকাতা নাইট রাইডার্স৷

৭৫ লক্ষ রুপিতে নুন্যতম দামে নিলাম শুরু হয়েছিল বছর তিরিশের ক্যারিবিয়ান অল-রাউন্ডারের৷ প্রথমে দর হেঁকেছিল কেকেআর৷ কিন্তু ব্রাথওয়েটকে নিতে আগ্রহ দেখায় প্রীতি জিন্টার কিংস ইলেভেন পঞ্জাবও৷ দুই ফ্র্যাঞ্চচাইজির কেউ হার মানতে চাইনি৷ ফলে ৭৫ লক্ষ টাকা থেকে পাঁচ কোটিতে বিক্রি হলেন ওয়েস্ট ইন্ডিজের টি-২০ বিশ্বকাপের নায়ক৷ দু’ বছর আগে নাইটদের হোম গ্রাউন্ড ইডেনে টি-২০ বিশ্বকাপ ফাইনালে ইংল্যান্ডের বেন স্টোকসকে শেষ ওভারের প্রথম চার বলে চার ছক্কা মেরে ওয়েস্ট ইন্ডিজকে বিশ্বকাপ দিয়েছিলেন ব্রাথওয়েট৷

এক ক্যারিবিয়ান অল-রাউন্ডার ইতিমধ্যেই নাইটদের হয়ে নজর কেড়েছেন৷ আন্দ্রে রাসেলের পর ব্রার্থওয়েটকে নিয়ে দলে অল-রাউন্ডারের সংখ্যা বাড়াল কেকেআর৷ রাসেল ব্যাট ও বল হাতেই একাই নাইটদের অনেক ম্যাচ জিতিয়েছেন৷ ব্রাথওয়েট কি পারবেন? ওয়েস্ট ইন্ডিজের টি-২০ অধিনায়ক দেশের হয়ে সফল হলেও আইপিএলে এখনও সেভাবে দাগ কাটতে পারেননি৷ একাদশ আইপিএলে সানরাইজার্স হায়দরাবাদের হয়ে চারটি ম্যাচ খেলেছিলেন এই ক্যারিবিয়ান অল-রাউন্ডার৷
Print Friendly, PDF & Email

Related Posts