মোরিনহোকে ছেঁটে ফেলল ম্যান ইউ

বিডিমেট্রোনিউজ ডেস্ক ॥ মরশুমের মাঝপথেই হোসে মোরিনহোকে কোচের পদ থেকে ছেঁটে ফেলল ম্যাঞ্চেস্টার ইউনাইটেড৷ রবিবার প্রিমিয়ার লিগের গুরুত্বপূর্ণ ম্যাচে লিভারপুলের কাছে ১-৩ গোলে হারার পরেই পর্তুগীজ কোচকে ছাঁটাইয়ের সিদ্ধান্ত নেয় ম্যান ইউ৷

সোশ্যাল মিডিয়ায় মোরিনহোর ক্লাব ছাড়ার কথা জানিয়ে দেওয়া হয় ইউনাইটেডের তরফে৷

ম্যানইউ’র বিবৃতিতে বলা হয়েছে, ‘ম্যানচেস্টার ইউনাইটেড ঘোষণা করছে, কোচ হোসে মরিনহো ক্লাব ছেড়ে যাচ্ছেন। ম্যানচেস্টার ইউনাইটেডে কাটানো সময়ে তার কাজের জন্য ক্লাব মরিনহোকে ধন্যবাদ জানাচ্ছে। একই সঙ্গে তার সুন্দর ভবিষ্যৎ কামনা করছে।’

বিবৃতিতে তারা আরও জানিয়েছে, ‘চলতি মৌসুমের শেষ পর্যন্ত অন্তর্বর্তীকালীন কোচ নিয়োগ দেয়া হবে। এর মধ্যে ক্লাব সবদিক বিচার-বিশ্লেষণ করে স্থায়ী কোচ নিয়োগের প্রক্রিয়ায় কাজ করবে।’

চলতি মৌসুমে খুব বাজে সময় যাচ্ছে ম্যানইউ’র। শিরোপা দৌড়ে থাকা তো দূরের কথা, চ্যাম্পিয়নস লিগের জায়গা থেকেও পিছিয়ে আছে অনেকটা। শীর্ষে থাকা লিভারপুলের চেয়ে ১৯ পয়েন্ট কম নিয়ে টেবিলের ছয় নম্বরে অবস্থান করছে রেড ডেভিলরা। ১৭ ম্যাচ শেষে তাদের পয়েন্ট মাত্র ২৬। ১৯৯০-৯১ মৌসুমের পর এটাই সবচেয়ে বাজে পারফরম্যান্স ইংল্যান্ডের অন্যতম সফল এ ক্লাবটির।

এছাড়াও বিশ্বকাপ জয়ী তারকা পল পগবার সঙ্গে সম্পর্ক ভালো যাচ্ছে না অনেকদিন থেকেই। এ নিয়ে মৌসুমের শুরু থেকেই নানা ধরণের গুঞ্জন ভাসছিল। তার সঙ্গে সম্পর্কের অবনতির কারণে ক্লাবই ছাড়তে চাইছেন ৮৯ মিলিয়ন পাউন্ডে কেনা এ ফরাসী তারকা।

সবমিলিয়ে চলতি মৌসুমের শুরু থেকেই তাকে ছাঁটাইয়ের গুঞ্জন চলছিল। তবে লিভারপুলের কাছে ১-৩ গোলে হারের পর বেকায়দায় পড়ে যান মরিনহো। রোববার অ্যানফিল্ডে বড় হারের দিনে পগবাকে মাঠেই নামাননি মরিনহো। এ নিয়েও ক্লাব কর্তৃপক্ষের কাছে তোপের মুখে পড়েন মরিনহো। শেষ পর্যন্ত চাকুরিটাই ছাড়তে হল তাকে।

Print Friendly, PDF & Email

Related Posts