জাবিতে বরিশাল ছাত্রকল্যাণ সমিতির বার্ষিক বনভোজন

মুহাম্মদ মূসা, জাবি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) অধ্যয়নরত বরিশাল বিভাগের ছয়টি জেলার শিক্ষার্থীদের সংগঠন ‘বরিশাল বিভাগীয় ছাত্রকল্যাণ সমিতি’র বার্ষিক বনভোজন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সকাল সাড়ে দশটায় বিশ্ববিদ্যালয়ের বোটানিক্যাল গার্ডেন প্রঙ্গণে অনুষ্ঠানটি শুরু হয়ে চলছিল বিকাল চারটা পর্যন্ত।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বরিশাল বিভাগীয় ছাত্রকল্যাণ সমিতির সভাপতি প্রতনতত্ত বিভাগের শিক্ষক ও বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর শিকদার মো. জুলকারনাইন। প্রধান অতিথি ছিলেন বরিশালের কৃতিসন্তান আবুল বাশার ছেরনীয়াবাদ।

jabi

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, ‘ আমারা বরিশালের সন্তান, আমরা বরিশালের ইতিহাস ঐতিহ্যকে ধারণ করে সামনে অগ্রসর হতে চাই।’ এছাড়া তার বক্তৃতায় ছিল, ‘বরিশালের প্রতিটি মানুষ তার অধিকার নিয়ে সমাজে মাথা উঁচু করে চলতে পারে সেই লক্ষ্যে কাজ করা।’

অনুষ্ঠানে অন্যান্য শিক্ষকদের মধ্যে বক্তৃতা রাখেন সরকার ও রাজনীতি বিভাগের অধ্যাপক ড. আব্দুল লতিফ মাসুম, নৃবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. আকবর হোসেন, পরিবেশ বিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ এমাদুল হুদা, প্রাণরসায়ন ও অনুপ্রান বিভাগের সহযোগী অধ্যাপক মো. মাহমুদুল হাসান, ইংরেজি বিভাগের সহযোগী অধ্যাপক সুমনা গুপ্তা, মাইক্রোবায়োলজি বিভাগের প্রভাষক সৈয়দা মরিয়ম লিজা, ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগের প্রভাষক মো. আসাদুল্লাহ, পরিসংখ্যান বিভাগের প্রভাষক নাহিদ সালমা, মার্কেটিং বিভাগের প্রভাষক মমতাজ আক্তার, গণিত বিভাগের প্রভাষক মন্দিরা সমদ্দার প্রমুখ।

অনুষ্ঠানে নানা আয়োজনের মধ্যে ছিল খেলাধুলা আর সাংস্কৃতিক অনুষ্ঠান। বেশ কয়েকটি খেলার মধ্যে ছিল বেলুন ফোলানো, টিপ পড়ানো, বালিশ ছোড়া প্রভৃতি প্রতিযোগীতা।

দুপুরের খাবারের পরে যুগ্ম সাধারণ সম্পাদক নাজমুল হাসান অভি’র পরিচালনায় অনুষ্ঠিত হয় পরিচিতি, স্মৃতি চারণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান। সাংস্কৃতিক অনুষ্ঠানে ছিল গান, কবিতা, আর বরিশালের আঞ্চলিক ভাষায় নানারকম হাসির আয়োজন। অনুষ্ঠানের শেষ অংশে বিভিন্ন প্রতিযোগীতায় বিজয়ীদের মধ্যে পুরষ্কার বিতরণ করা হয়।

অনুষ্ঠানে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় বরিশাল বিভাগীয় সমিতির পক্ষ থেকে সবাইকে ধন্যবাদ জ্ঞাপন করেন, সংগঠনটির সভাপতি শিকদার মো. জুলকারনাইন।

এ ছাড়াও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে অবস্থানরত শিক্ষার্থীদের মধ্যে শুভেচ্ছা বক্তব্য রাখেন মুহাম্মদ ইকবাল হোসেন সৈকত, দিদারুর ইসলাম, স্রমা আক্তার, অমিত হাসান, ইমরান ফয়সাল , বায়েজীদ ইসলাম এবং মুহাম্মদ মূসা।

Print Friendly, PDF & Email

Related Posts