পরকীয়ার জেরে স্ত্রী ও শাশুড়ি হত্যা !

বিডি মেট্রোনিউজ, নারায়ণগঞ্জ  সোনারগাঁওয়ের কাঁচপুর এলাকায় স্ত্রী ও শাশুড়িকে গলা কেটে হত্যা করেছে স্বামী। এ ঘটনায় স্বামী কাউসারকে (৩০) আটক করেছে পুলিশ। নিহতরা হলেন- কাউসারের স্ত্রী লাভলী আক্তার (২২) ও শাশুড়ি রোকসান (৪৫)।

শুক্রবার রাত ৮টার দিকে কাঁচপুর উত্তর পাড়া এলাকায় এ ঘটনা ঘটে। নিহতদের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা মর্গে পাঠানো হয়েছে।

পুলিশ জানান, শুক্রবার রাত ৮টার দিকে কায়সার প্রথমে তার স্ত্রীকে গলা কেটে হত্যা করেন। পরে তার শাশুড়িকে একইভাবে গলা কেটে হত্যা করে পুলিশকে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থল থেকে কাওসারকে আটক করে।

আটককৃত কাওসার কাঁচপুর এলাকায় মারকোলি নামের একটি প্রতিষ্ঠানে চাকরি করেন। তিনি উত্তর কাঁচপুর খাইরুল বাশার দেওয়ানের বাড়ির ভাড়াটিয়া। তার গ্রামের বাড়ি বরিশালে।

এ ব্যাপারে সোনারগাঁও থানার অফিসার ইনচার্জ এস এম মঞ্জুর কাদের  জানিয়েছেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে কাওসার জানান, স্ত্রী লাভলীর পরকীয়ার জের ধরে তিনি এ হত্যাকাণ্ড ঘটিয়েছেন। আটক কাওসারকে নারায়ণগঞ্জ পুলিশ সুপারের কার্যালয়ে নিয়ে যাওয়া হয়েছে।

Print Friendly, PDF & Email

Related Posts