উপমন্ত্রী জ্যাকবকে সংবর্ধনা

জাফর আহমদ নোমান চরফ্যাশন পৌরসভায় অবাধ,সুষ্ঠ নির্বাচন উপহার দেওয়ায় গতকাল পরিবেশ ও বন উপমন্ত্রী আব্দুল্লাহ আল ইসলাম জ্যাকব এমপিকে চরফ্যাশন ব্রজগোপাল টাউন হলে  পৌরবাসীর পক্ষ থেকে নাগরিক সংবর্ধনা দেয়া হয়েছে। অনুষ্ঠানস্থলে  পৌরবাসী সহ উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে হাজার হাজার লোকের সমাগম ঘটে ।

চরফ্যাশন  পৌর আওয়ামীলীগের সাধারন সম্পাদক মনির শুভ্রর সঞ্চালনায় সংবর্ধনা সভায়  চরফ্যাশন পৌর সভার নবনির্বাচিত মেয়র বাদল কৃষ্ণ দেবনাথ, নয়টি ওয়ার্ডের কাউন্সিলর গণ ও মহিলা কাউন্সিলর ,চরফ্যাশন উপজেলা চেয়রম্যান জয়নাল আবেদীন আখন, আওয়ামীলীগের সাধারন সম্পাদক নূরুল ইসলাম ভিপি, ভাইস-চেয়ারম্যান সাইদুর রহমান স্বপন, সাংগঠনিক সম্পাদক অধ্যাপক জামাল উদ্দিন মহাজন, এনায়েত উল্লাহ সবুজ, চরফ্যাশন আওয়ামীলীগ ও অংগসংগঠনের নেতৃবৃন্দ, জিন্নাগড় ইউনিয়ন চেয়ারম্যান হোসেন মিয়া, চরকুকরী মুকরী চেয়ারম্যান হাশেম মহাজন সহ চরফ্যাশন উপজেলার বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যানগন উপস্থিত ছিলেন।

প্রধান অতিথির বক্তৃতায় উপমন্ত্রী জ্যাকব বলেন, প্রধামন্ত্রী শেখ হাসিনা দেশের প্রতিটি পৌর এলাকায় এমন প্রার্থীদের মনোনয়ন দিয়েছিলেন যাদেরকে জনগন বিপুল ভোটে নির্বাচিত করেছেন। চরফ্যাশন পৌরসভার নবনির্বাচিত মেয়র তাদের একজন। এ বিজয় জনগন, গনতন্ত্র এবং নৌকার প্রতি চরফ্যাশন জনগনের আস্থার বিজয়।

খুব শিগগিরই চরফ্যাশন পৌর এলাকার উন্নয়নে কোটি কোটি টাকা ব্যয়ে বিভিন্ন উন্নয়নমুলক  কাজ শুরু করা হবে বলে উপমন্ত্রী জ্যাকব তার বক্তৃতায় জানান।

Print Friendly, PDF & Email

Related Posts