নারী ফুটবল দলের আরো ১০ খেলোয়াড় পুরস্কৃত

বিডিমেট্রোনিউজ ডেস্ক ॥ ‘সাফ অনুর্ধ্ব-১৮ নারী চ্যাম্পিয়নশিপ ২০১৮’ এ অপরাজিত চ্যাম্পিয়ন হওয়ায় বাংলাদেশ অনূর্ধ্ব-১৮ নারী জাতীয় ফুটবল দলের আরো ১০ খেলোয়াড় ও এক কর্মকর্তাকে পুরস্কৃত করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

আজ বৃহস্পতিবার প্রধানমন্ত্রী কার্যালয়ে তাঁদের হাতে আর্থিক পুরস্কারের চেক তুলে দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রী কার্যালয়ের প্রেস উইং এ তথ্য দিয়েছে।

গত ১১ অক্টোবর এক অনুষ্ঠানে সাফ জয়ী অনুর্ধ্ব-১৮ খেলোয়াড়দের সংবর্ধনা দেওয়া হয়। তখন বাংলাদেশ অনুর্ধ্ব-১৮ মহিলা জাতীয় ফুটবল দলের ৩০ সদস্যের মধ্যে ১৯ জনকে প্রধানমন্ত্রী পুরস্কৃত করেন। বাকি ১০ খেলোয়াড় ও এক কর্মকর্তাকে আজ পুরস্কৃত করা হলো।

পুরস্কারপ্রাপ্ত ১০ খেলোয়াড়কে ১০ লাখ টাকা এবং কর্মকর্তাকে পাঁচ লাখ টাকা দেওয়া হয়।

দ্বিতীয় দফায় পুরস্কার প্রাপ্ত খেলোয়াড়রা হলেন রুকসানা বেগম, মাসুরা পারভীন,  শিউলি আজিম, মোসাম্মৎ ইসরাত জাহান রত্মা, মারজিয়া, সানজিদা আক্তার, মোসাম্মৎ ইসরাত জাহান স্বপনা, শ্রীমতি কৃষ্ণা রাণী সরকার, মোসাম্মৎ রাজিয়া খাতুন এবং মিডিয়া কর্মকর্তা খালিদ মাহমুদ।

Print Friendly

Related Posts