লালমোহনে আড়াই শতাধিক ঘর বিদ্যুতে আলোকিত

নজরুল ইসলাম জামাল  ভোলার লালমোহন উপজেলার পল্লী গ্রামের আড়াই শতাধিক ঘর বিদ্যুতের আলোয় আলোকিত হয়েছে। নতুন বিদ্যুত লাইন  পাওয়া এলাকাগুলো হলো, লালমোহন চরভূতা ইউনিয়নের রহিমপুর, লালমোহন পৌর ১২নং ওয়ার্ডের ইসলামপুর এবং ৯নং ওয়ার্ডের পেশকার হাওলা এলাকা।

গত ১৯ ফেব্রুয়াবি শুক্রবার ভোলা-৩- আসনের এমপি আলহাজ্ব নূরন্নবী চৌধুরী শাওন নতুন উক্ত বিদ্যুত লাইন গুলোর শুভ উদ্বোধন করেন।

এ সময় এমপি শাওন বলেন, রাষ্ট্র নায়ক শেখ হাসিনা বিশ্বে বাংলাদেশকে নিম্ন মধ্যম আয়ের দেশে রুপান্তরিত করেছে। প্রধানমন্ত্রীর সুযোগ্য নেতৃত্বে বাংলাদেশ এখন আর কোন রাষ্ট থেকে সাহয্য নেয় না বরং দেয়। সম্প্রতি তিনি ভয়াবহ  ভূমিকম্পে বিধ্বস্ত নেপালকে দশ হাজার টন চাউল দিয়ে বাংলার জনগনের মুখ উজ্জল করেছেন ।

যুবলীগের কেন্দ্রীয় এই নেতা আরো  বলেন, ভোলার চারটি আসনের রাস্তা-ঘাট পাকা করনের জন্য সম্প্রতি  ২৬০ কোটি টাকা বরাদ্দ দিয়ে ভোলার মানুষকে আবারও ভালবাসার নিদর্শন দেখিয়েছেন জননেত্রী শেখ হাসিনা।

নতুন বিদ্যুত লাইন উদ্বোধনকালে অন্যান্যের মধ্যে  ভোলা পল্লী বিদ্যুত সমিতির জিএম মোঃ কেফায়েত উল্লাহ, লালমোহন উপজেলা চেয়ারম্যান গিয়াস উদ্দিন আহমেদ সহ লালমোহন উপজেলা আওয়ামীলীগের প্রথম সারির নেতৃবৃন্দ, বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যান গণ উপস্থিত ছিলেন।

এছাড়াও তিনি লালমোহনের চরভূতা ইউনিয়নের বাড়ৈ বাড়ী এলাকায় একটি নতুন মসজিদের বিল্ডিং নির্মান কাজের উদ্ধোধন করেন।

Print Friendly, PDF & Email

Related Posts