স্কাউটস এর দুই কিংবদন্তি স্মরণে ২৫ ফেব্রুয়ারি বিশ্ব চিন্তা দিবস

বিডি মেট্রোনিউজ স্কাউটস এর দুই কিংবদন্তি স্মরণে ২৫ ফেব্রুয়ারি বিশ্ব চিন্তা দিবস। বিশ্ব গার্ল গাইডস্ ও গার্ল স্কাউটস সংস্থার প্রতিষ্ঠাতা লর্ড বেডেন পাওয়েল ও বিশ্ব চীফ গাইড লেডী  ওলেভ বেডেন পাওয়েল-এর যুগ্ম জন্ম দিবস ছিল ২২ ফেব্রুয়ারি। বিশ্বব্যাপী গাইড সদস্যবৃন্দ তাদের জন্ম দিবসকে স্মরণীয় করে রাখার জন্য“বিশ্ব চিন্তা দিবস” হিসেবে উদ্যাপন করে ও চিন্তা দিবসে চাঁদা প্রদান করে।

এ উপলক্ষে বাংলাদেশ গার্ল গাইডস্ এসোসিয়েশন আগামী ২৫ ফেব্রুয়ারি, ২০১৬ রোজ বৃহস্পতিবার সকাল ১০:০০টায় বেইলী রোড, গাইড হাউজ, জাতীয় কার্যালয়ে অনুষ্ঠানের আয়োজন করেছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন শিক্ষা মন্ত্রণালয়ের সচিব মো. সোহরাব হোসাইন, বিশেষ অতিথি থাকবেন শিক্ষা প্রকৌশল অধিদপ্তর, শিক্ষা মন্ত্রণালয় এর প্রধান প্রকৌশলী দেওয়ান মোহাম্মদ হানজালা, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, ঢাকার চেয়ারম্যান প্রফেসর মো. আবু বক্কর ছিদ্দিক।

সভাপতিত্ব করবেন বাংলাদেশ গার্ল গাইডস্ এসোসিয়েশনের জাতীয় কমিশনার সৈয়দা রেহানা ইমাম।

বাংলাদেশ গার্ল গাইডস্ এসোসিয়েশন এর জেনারেল সেক্রেটারী তানজিনা বিনতে মোশাররফ প্রেরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

Print Friendly, PDF & Email

Related Posts