হ্যামিল্টন টেস্টে কঠিন চ্যালেঞ্জে বাংলাদেশ

বিডিমেট্রোনিউজ ডেস্ক ॥ হ্যামিল্টন টেস্টে কঠিন চ্যালেঞ্জে পড়েছে বাংলাদেশ। সামনে ইনিংস হারের শঙ্কা। আজ তৃতীয় দিনে কেন উইলিয়ামসনের অপরাজিত ডাবল সেঞ্চুরিতে নিউজিল্যান্ড প্রথম ইনিংস ঘোষণা করেছে ৬ উইকেটে ৭১৫ রানে। নিজেদের টেস্ট ইতিহাসে এই প্রথম সাত শ ছুঁল নিউজিল্যান্ড। ২০১৪ সালে শারজাহতে পাকিস্তানের বিপক্ষে ৬৯০ ছিল আগের সর্বোচ্চ।

প্রথম ইনিংসে বাংলাদেশ গুটিয়ে গিয়েছিল ২৩৪ রানে। নিউজিল্যান্ড পেয়েছে তাই ৪৮১ রানের বিশাল লিড। ৬ উইকেটে ৭১৫ রানের এভারেস্ট গড়ে ইনিংস ঘোষণা করেছে নিউজিল্যান্ড। কেন উইলিয়ামসন অপরাজিত ছিলেন ২০০ রানে। দ্বিতীয় ইনিংসে যাঁর ব্যাটে কিছুটা লড়াইয়ের আভাস পাওয়া যাচ্ছিল, সেই তামিম আউট হলেন অদ্ভুতভাবে। বাংলাদেশ দিন শেষ করেছে ৪ উইকেটে ১৭৪ রান করে, এখনো পিছিয়ে ৩০৭ রানে।

তামিম ইকবাল টিম সাউদির করা লেগ স্টাম্পের অনেক বাইরের শর্ট বলটা সরে গিয়ে ডাক করতে গিয়ে পড়ে গেলেন। ভারসাম্য হারিয়ে যখন ভূপতিত বাঁহাতি ওপেনার, উঁচিয়ে ধরা ব্যাটে ততক্ষণ বল চুমু খেয়ে চলে গেছে কিউই উইকেটকিপার বিজে ওয়াটলিংয়ের গ্লাভসে। অদ্ভুত আউট হয়ে তামিম ফিরলেন ৭৪ রান করে। আর তামিমের পড়ে যাওয়ার সাথেই যেন পড়ে গেল বাংলাদেশ। ব্যাটিং বিপর্যয় শুরু হলো।

দেখতে দেখতে ফিরে গেলেন মুমিনুল হক (৮), মোহাম্মদ মিঠুন (০। অদ্ভুতেড়ে আউট হয়ে তামিমও। তামিমের আগে সাদমান আউট হলেন ৩৭ রানে। কোনো উইকেট না হারিয়ে যেখানে ৮৮ রান উঠেছিল, ৩৮ রানের মধ্যে সেখানে পড়ল ৪ উইকেট।

৪ উইকেটে ১৭৪ রান তুলে দিন শেষ করা বাংলাদেশের ইনিংস ব্যবধানে হার এড়ানো এখন অক্সিজেন ছাড়া এভারেস্ট চূড়ায় ওঠার মতোই কঠিন!

Print Friendly

Related Posts