অ্যাসিড আক্রান্তের ভূমিকায় দীপিকা

বিডিমেট্রোনিউজ ডেস্ক ॥ লক্ষ্মী আগরওয়াল৷ অ্যাসিড আক্রান্ত এই মহিলার পরিচয় আজ নতুন করে দেওয়ার নেই৷ তাঁরই বায়োপিক মুক্তি পেতে চলেছে আগামী বছর৷ এই ধরণের চরিত্র মানুষের মন কাড়বে, আশা করা যায়৷ লক্ষ্মী আগরওয়ালের চরিত্রে অভিনয় করছেন দীপিকা পাড়ুকোন৷

ছবির নাম ‘ছপাক’৷ এই ছবিরই ফার্স্ট লুক প্রকাশিত হল সোমবার৷

ফার্স্ট লুকেই মন কেড়েছেন দীপিকা৷ সোশ্যাল মিডিয়াতেও তাঁর প্রশংসা শুরু হয়েছে৷ ট্যুইটারের দেওয়াল আপাতত সরগরম ছপাকের ফার্স্ট লুক নিয়ে৷ অ্যাসিড আক্রান্ত লক্ষ্মীর লড়াই, তাঁর জীবনের ওঠা পড়াই চিত্রায়িত হয়েছে ছপাকে৷ দীপিকা শুধু মাত্র এই ছবিটির নাম ভূমিকায় অভিনয় করছেন না, তিনি এই ছবিটির প্রোডিউসারও৷

খ্যাতনামা দক্ষিণী ফিল্ম সমালোচক রমেশ বালা ট্যুইট করেছেন ফিল্মটির সম্পর্কে৷ প্রতিক্রিয়া দিয়েছেন দীপিকা নিজেও৷ তাঁর কথায়, এটা এমন একটা চরিত্র, যা সারাজীবন তাঁর সঙ্গে থাকবে৷ তাঁর ট্যুইটে ছবিটির রিলিজ ডেটও জানিয়েছেন দীপিকা৷

সঞ্জয় লীলা বনশালির পদ্মাবতের পরে ফের বড় পর্দায় দেখা যেতে চলেছে দীপিকা পাডুকোনকে৷

https://twitter.com/deepikapadukone/status/1110022041950920710?ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed%7Ctwterm%5E1110022041950920710&ref_url=https%3A%2F%2Fkolkata24x7.com%2Fchhapaak-deepika-padukones-first-look-as-acid-attack-survivor-laxmi-agarwal-out-see-inside.html

Print Friendly, PDF & Email

Related Posts