আইপিএলে মানকাডিংয়ের পর এবার নো বল বিতর্ক

বিডিমেট্রোনিউজ ডেস্ক ॥ ২০১৯ এর আইপিএলে বিতর্ক যেন পিছু ছাড়ছে না! মেগা টুর্নামেন্টের সপ্তাহ ঘোরার আগেই জোড়া বিতর্কে তোলপাড় ক্রিকেটমহল৷

সিন ওয়ান: সোমবার রাতে জয়পুরে বাটলারকে মানকাডিং আউট করেন অশ্বিন৷ স্পোটিং স্পিরিট ভুলে আইপিএলে প্রথমবার এমন রান আউট নিয়ে বিতর্ক৷ ক্রিকেটের রুলবুক মেনে আউট করলেও অশ্বিনের মানসিকতা নিয়ে ক্রিকেটমহলে জোর সমালোচনা চলছে৷ কেউ তাঁর পক্ষে কেউ বা বিপক্ষে৷ ঘটনার পর ৭২ ঘন্টা কেটে গেলেও মানকাডিং আউট নিয়ে বিতর্কের আঁচ এখনও থামেনি৷

সিন টু: কাট টু বেঙ্গালরু৷ অশ্বিন বিতর্কের ছাই চাপা আগুন নেভার আগেই বৃহস্পতিবার আরও এক বিতর্কের জন্ম দিয়ে গেল দ্বাদশ আইপিএল৷

বৃহস্পতিবার মুম্বই বনাম ব্যাঙ্গালুরুর থ্রিলার ম্যাচের ভাগ্য গড়ায় শেষ বল পর্যন্ত৷ ১৮৮ রান তাড়া করতে নেমে শেষ ওভারে ব্যাঙ্গালোরের দরকার ছিল ১৭ রান৷ ক্রিজে তখন ধ্বংসাত্মক এ’বি ডিভিলিয়ার্স ও সিভম দুবে৷ মালিঙ্কার শেষ ওভারের প্রথম বলেই ছয় হাঁকিয়ে লড়াই জমিয়ে দেন দুবে৷ শেষ পাঁচ বলে দরকার তখন ১১ রান৷ এরপর টানা চার বলে চারটি সিঙ্গল খরচ করেন মালিঙ্গা৷ ম্যাচ জিততে হলে মালিঙ্গার শেষ বলে আরসিবি’র দরকার ছিল ৭ রান৷ শেষ বলে ক্রিজে তখন তরুণ শিবম দুবে৷

ম্যাচের ভাগ্য নির্ণায়ক সেই শেষ বলে রান খরচ না করে মুম্বইয়কে ৬ রানে ম্যাচে জেতান মালিঙ্গা৷ আর এখানেই কাহিনী মে টুইট৷

আশ্চর্যজনকভাবে ম্যাচের শেষ বল করার সময় ওভারস্টেপ করেন মালিঙ্গা৷ উত্তেজক ম্যাচের সেই মুহূর্তটি মিস করেন অন-ফিল্ড আম্পায়ার৷ ভুল বুঝে ওঠার আগে অবশ্য মুম্বই দল সেলিব্রেশন করতে করতে মাঠ ছেড়ে ফেলেছে৷ পুরো ঘটনা জানতে পেরে মাঠেই মেজাজ হারিয়ে মাথা নাড়তে নাড়তে ক্ষোভ উগরে দেন বিপক্ষ আরসিবি অধিনায়ক বিরাট কোহলি৷

পোস্ট ম্যাচ ইন্টারভিউতে কোহলি বলেন, ‘এটা পাড়া ক্রিকেট নয়, গুরুত্বপূর্ণ ম্যাচে আম্পায়ার এত বড় ভুল করলেন! লজ্জার বিষয়৷ ক্ষমাহীন ভুলের খেসারত দিতে হল দলকে৷ নিশ্চিত নো বল এড়িয়ে গেলেন আম্পায়ার৷ এই সিদ্ধান্তের বিরুদ্ধে কোনও সমালোচনাই যথেষ্ট নয়!’

জয়ী দলের কাপ্তান রোহিতও একই সুরে সুর মিলিয়েছেন৷ ম্যাচ জিতলেও রোহিত বলেন, ‘মারাত্মক ভুল৷ আম্পায়ারের সতর্ক থাকা উচিত ছিল৷ এমন একটা মোমেন্ট ম্যাচের ভাগ্য পাল্টে দেয়৷ এদিন আমরা জিতেছি৷ ভুল সিদ্ধান্তের ক্ষতিপূরণে কোনও একদিন হারতেও হতে পারে৷ আইপিএলে আম্পায়ারিংয়ের মানের উন্নতি নিয়ে এবার সত্যিই ভাবনার সময় এসেছে৷’

সব মিলিয়ে টুর্নামেন্টের প্রথম সপ্তাহ পারের আগেই বিতর্কে জেরবার আইপিএল৷

Print Friendly

Related Posts