সালমনের চুমুর ছবি সোশাল মিডিয়ায় ভাইরাল

বিডি মেট্রোনিউজ ডেস্ক সালমনের চুমুর ছবি সোশাল মিডিয়ায় ভাইরাল । আজ শুক্রবার দুবাই বিমানবন্দরে ফ্রেমবন্দি হলেন এই জুটি। শুধু তাই নয়, একে অপরকে জড়িয়ে ধরে চুমুও খেতে নাকি দেখা গিয়েছে। এক অতি উত্সাহী ভক্ত সে ছবি তুলেও রেখেছেন ক্যামেরায়। মুহূর্তে সেই চুমুর ছবি সোশাল মিডিয়ায় ভাইরাল!

সম্প্রতি একটি অনুষ্ঠানে পুরস্কার নিতেই দুবাই গিয়েছেন ‘ভাইজান’। তাঁর সঙ্গী লুলিয়া। কিন্তু বিমানবন্দরেই যে এই কাণ্ড ঘটবে তা কেই বা জানত?

 আগামী দিনে কি সত্যিই বিয়ে করবেন এই জুটি? এই প্রশ্নে জেরবার হয়ে কয়েকদিন আগেই সল্লু মিয়াঁ বলেছিলেন, ‘‘প্রথম দিকে ভাবতাম আমার বিয়ের বয়স হয়নি। তার পর এক সময় বিয়ের বয়স পেরিয়ে গেল। আর এখন ভাবছি বিয়ে করব। কিন্তু আমার হাতে কোনও অপশন নেই…।’’

সালমনের ওই কথাকে উড়িয়ে দিয়ে আপাতত তাঁর বিয়ের অপেক্ষায় দিন গুনছে বলিউড।

Print Friendly, PDF & Email

Related Posts