বাগদান হয়ে গেল পরীমনির ?

বিডি মেট্রোনিউজ পরীমনির কি বাগদান হয়ে গেল? সম্প্রতি নায়িকার ফেসবুকে পোস্ট করা একটি ছবি থেকে সেই জল্পনাই ছড়াচ্ছে পেজ-থ্রিতে। হাতে হাত রাখা সেই ছবিতে লেখা, ‘ইতিহাস করে রাখব ভালোবাসা। কথা দিলাম।’

এই বিশেষ ছবির বিষয়ে পরীমনি একটি সংবাদমাধ্যমকে জানিয়েছেন, ‘‘আমি নিজেও বুঝতে পারিনি কী করে কী হয়ে গেল। ভালবাসা আসলে এক আজব জিনিস। এ বার বাস্তবে তা অনুধাবন করলাম। তাই বাগদানটা সেরে ফেললাম।’ নায়িকার হবু বর কে?

এ বিষয়ে মুখে কুলুপ তাঁর। বরং রহস্য করে বলেছেন, বর কে তা জানতে হবে এখনও নাকি তিন বছর অপেক্ষা করতে হবে। কারণ, বাগদান হলেও এখনই বিয়ে করছেন নায়। আপাতত কেরিয়ারেই মন দিতে চান তিনি।

তবে পরীমনির বাগদানের বিষয়টি কতটা সত্যি, তা নিয়ে বিভিন্ন মহলে চলছে গুঞ্জন। অনেকেই বলছেন, প্রচারে থাকার জন্যই এ সব করছেন তিনি।

Print Friendly, PDF & Email

Related Posts