সালমনের সঙ্গে নেশার আসরে সঞ্জয় দত্ত?

বিডি মেট্রোনিউজ ডেস্ক মুক্তির একদিন পরেই সালমনের সঙ্গে নেশার আসরে সঞ্জয় দত্ত? মাত্র একদিন আগেই খলনায়কের কলঙ্কমোচনে নিজেকে দেশপ্রেমিক রূপে তুলে ধরেছিলেন৷ তিনি যে জঙ্গি নন, তা প্রমাণিত হওয়ায় স্বস্তির নিঃশ্বাস ফেলেছিলেন৷ সেই ভাবমূর্তিতে  হঠাৎই এমন ভোলবদল কেন?

আসলে আকারে ইঙ্গিতে সঞ্জয় হলেও নেশার আসর বসিয়েছেন যিনি, তিনি আসলে সঞ্জুবাবা নন৷ সলমনও সত্যি ভাইজান নন৷ সত্যি সত্যি তাঁরা কোনও নেশার আসরও বসাননি৷ কিন্তু এরকম একটা আসর বসাতেই পারতেন, এই ভাবনা থেকেই সম্প্রতি অনলাইনে প্রকাশিত হয়েছে এক মজার ভিডিও৷

বলিপাড়ায় তারা যে খুব কাছের মানুষ তা নিয়ে কোনও সন্দেহ নেই৷ নিজের জন্মদিনে জেল থেকে  পাঠানো বন্ধুর বার্তা পেয়ে চোখে জল এসেছিল সলমনের৷ আবার মুক্তির দিনই সাংবাদিকদের সামনে সলমনকে নিজের ছোট ভাইয়ের মতো বলেছেন সঞ্জয় দত্ত৷ তাঁদের এই বন্ধুতাই মজার রসদ হয়েছে এই ভিডিওয়৷ সলমনের মতো দেখতে যিনি তাঁর নাম দেওয়া হয়েছে ‘ভাই’৷

অন্যদিকে সঞ্জয়ের মতো চরিত্রে যিনি আছেন তাঁর নাম ‘বাব’৷ বলা বাহুল্য এঁরা দু’জনই বলিপাড়ায় এ নামেই পরিচিত৷ সেই সঙ্গে দু’জনের কথার ভঙ্গিতে ও মিমিক্রিতে স্পষ্ট কাদের কথা বলা হয়েছে৷অবশ্য সরাসরি নাম নেওয়ার ক্ষেত্রেও কোনও লুকোছাপা করা হয়নি৷ কেননা প্রকাশিত ভিডিওর নামে সঞ্জয় ও সলমনের কথাই লেখা হয়েছে৷

ভিডিওতে দেখা গেল, দুই বন্ধু বসেছেন মদের আসরে৷ দু’জনেই এক অন্যের সম্পর্কে নানা কথা বলছেন৷ আসলে সঞ্জয়ের জেল ও সলমনের ‘হিট অ্যান্ড রান’ মামলা নিয়ে যত ধরনের রসিকতা চালু আছে সেগুলোই উঠে এসেছে এই ভিডিওতে৷ যেমন নেশাতুর সঞ্জয় এখানে বলছেন, তিনি শুধু বন্দুক রেখেছেন বলেই তাঁর জেল হল, আর অভিনব বিন্দ্রা বন্দুক চালিয়ে গোল্ড মেডেল পেয়ে গেল৷ সঞ্জয়ের জীবন নিয়ে রাজকুমার হিরানি সিনেমা বানাতে চলেছেন৷ সে চরিত্রে অভিনয় করার কথা রণবীর কাপুরের৷ সলমনের প্রাক্তন প্রেমিকা ক্যাটরিনার সঙ্গে তাঁর সম্পর্কের কথা তুলে ধরেও এখানে রসিকতা করা হয়েছে৷

মজা করে এখানে সঞ্জয় বলেছেন, জেলে তিনি যে ছবি উৎসাহ পাওয়ার জন্য রেখেছিলেন তা হল মাধুরী দীক্ষিতের৷ সলমনের হিট অ্যান্ড রান কেসে, তিনি মদ্যপ ছিলেন কি না তা নিয়েও চলেছে মশকরা৷

 ‘স্ক্রিনপাত্তি’ নামক এক অনলাইন চ্যানেল প্রকাশ করেছে এই ভিডিও৷ এই স্কিট লিখেছেন শিভাঙ্কিত সিং পরিহার৷ পরিচালনা করেছেন অমৃত রাজ গুপ্ত৷ সঞ্জয় দত্তের ভূমিকায় এখানে অভিনয় করেছেন সঙ্কেত দীপক ভোঁসলে৷ সলমনের ভূমিকায় অভিনয় করেছেন সুকান্ত গোয়েল৷নিঃসন্দেহে মজা করে বানানো এ ভিডিও আনন্দ দেবে দর্শককে৷

Print Friendly, PDF & Email

Related Posts