চরফ্যাসনের গুণী দুই ব্যক্তিত্ব আর নেই

বিডি মেট্রোনিউজ ২৬ ফেরুয়ারি ২০১৬ চরফ্যাসনের গুণী দুই ব্যক্তিত্ব অধ্যাপক কয়ছর মিয়া ও ডাঃ সালাউদ্দিন ফিরোজ একই দিনে না ফেরার দেশে চলে গেলেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

অধ্যাপক কয়ছর মিয়া হলেন চরফ্যাসন পৌসভার সাবেক মেয়র আলহাজ্জ আবদুল মন্নান হাওলাদারের  ছোট ভাই । তার তিন ছেলে এক মেয়ে।

আর ডাঃ সালাউদ্দিন ফিরোজ হলেন মরহুম আলহাজ মোজাম্মেল হক পাটওয়ারী (লালু) এর বড় ছেলে। তার এক ছেলে এক মেয়ে ।

তাদের মৃত্যুতে ঢাকাস্থ চরফ্যাশন কল্যাণ সমিতির সভাপতি আবু তাহের, চরফ্যাশন ফাতেমা মতিন মহিলা কলেজের প্রতিষ্ঠাতা এএইচএম মাইনুদ্দিন আহমেদ জাহাঙ্গীর, ভোলা জার্নালিস্ট ফোরাম-ঢাকার ভাইস প্রেসিডেন্ট শাহ মতিন টিপু গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন।

 

Print Friendly, PDF & Email

Related Posts