৮৮ তম অস্কার বিজয়ী যারা

বিডি মেট্রোনিউজ ডেস্ক ৮৮ তম অস্কার বিজয়ী যারা, দেখে নিন এক নজরে-

সেরা সিনেমা- স্পটলাইট– শিশুকামিতা নিয়ে সংবেদনশীল একটি সত্যকে সবার সামনে নিয়ে আসার গল্প হল স্পটলাইট।

সেরা পরিচালক- আলেকজান্দ্রো গঞ্জালো ইনারিতু (দ্য রেভেন্যান্ট)

সেরা অভিনেতা- লিওনার্দো দ্য ক্যাপ্রিও (দ্য রেভেন্যান্ট)

সেরা অভিনেত্রী- ব্রি লারসন (রুম)

সেরা সহ অভিনেতা-মার্ক রেলান্স (ব্রিজ অফ স্পাইস)

সেরা সহ অভিনেত্রী-আলিসা ভিকানদার (দ্য ড্যানিশ গার্ল)

সেরা অ্যানিমেটেড ফিচার ফিল্ম- ইনসাইড আউট

বিদেশী ভাষায় সেরা সিনেমা- সন অফ সোল (হাঙ্গেরিয়ান)

সেরা অরিজিন্যাল চিত্রনাট্য- টম ম্যাককার্থি, জস সিঙ্গার (স্পটলাইট)

সেরা অ্যাডপটেড স্ক্রিন প্লে- অ্যাডাম (দ্য বিগ শর্ট)

সেরা সিনেমাটোগ্রাফি- ইমুনিয়েল লুভিত্‍স্কি (দ্য রেভেন্যান্ট)

সেরা ডকুমেন্টারি ফিচার-অ্যামি

সেরা মেকআপ- লেসলি ভ্যানডারওয়াল্ট, ড্যামিয়েন মার্টিন, এলকা ওয়ার্ডএগা(ম্যাড ম্যাক্স: ফিউরি রোড)

সেরা অরিজিন্যা সং- রাইটিং অন দ্য ওয়াল

সেরা ভিজ্যুয়াল এফেক্ট- এক্স মেচিনা

সেরা সাউন্ড এডিটিং- ডেভিড হোয়াইট, মার্ক ম্যানগিনি, মার্গারেট সিক্সেল( ম্যাড ম্যাক্স: ফিউরি রোড)

সেরা অ্যানিমেটেড শর্ট ফিল্ম-বিয়ার স্টোরি

Print Friendly, PDF & Email

Related Posts