ছেংগারচর পৌরসভায় স্থানীয় সাংসদের ভিজিএফ’র চাল বিতরণ

জাকির হোসেন বাদশা, মতলব (চাঁদপুর) : পবিত্র রমজান ও ঈদুল ফিতর উপলক্ষ্যে বন্যাক্রান্ত, দুর্যোগাক্রান্ত, দুঃস্থ, অতিদরিদ্র ব্যক্তিদের মতলব উত্তর উপজেলার ছেংগারচর পৌরসভার ৪ হাজার ৬২১ পরিবারকে ১৫ কেজি করে চাল বিতরণ করা হয়।

পৌর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি হাজী মনির হোসেন বেপারীর সভাপতিত্বে শুক্রবার বিকেলে চাল বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চাঁদপুর-২ আসনের সংসদ সদস্য ও ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সহ- সভাপতি আলহাজ্ব অ্যাড. নুরুল আমিন রুহুল।

বিশেষ অতিথি ছিলেন- মতলব উত্তর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্বা এমএ কুদ্দুস, মতলব উত্তর থানার ওসি মো. মিজানুর রহমান, মতলব উত্তর উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি শহীদ উল্লাহ প্রধান, যুগ্ম সম্পাদক আইয়ুব আলী গাজী, কবির হোসেন মাষ্টার, ঢাকা মহানগরের শাহবাগ থানা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আকতার হোসেন।

পৌরসভার কাউন্সিলর শাহাদাৎ হোসেন খোকন ঢালীর সঞ্চালনায় আরো বক্তৃতা করেন- উপজেলা যুবলীগের সহ-সভাপতি কামরুজ্জামান ইয়ার, বিশিষ্ট ব্যবসায়ী আতিকুর রহমান, উপজেলা ছাত্রলীগের সাবেক আহ্বায়ক অ্যাড. মহসিন মিয়া মানিক, পৌরসভার প্যানেল মেয়র বোরহান উদ্দিন, সাবেক কমিশনার জামান সরকার, আবু জাফর সরকার ডালিম, শাহীনুর বেপারী, কাউন্সিলর আবদুল মান্নান বেপারি, আল আমিন সরকার, জহিরুল ইসলাম ঢালী প্রমুখ।

উপস্থিত ছিলেন, জেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি আলহাজ্ব আল মাহমুদ টিটু মোল্লা, অ্যাড. জসিম উদ্দিন, পৌরসভার আওয়ামী লীগ নেতা গোলাম হোসেন, আবদুস ছাত্তার, পৌর যুবলীগের ভারপ্রাপ্ত সভাপতি আমিনুল হক বেপারী, শ্রমিকলীগের সভাপতি সিরাজুল ইসলাম সরকার, পৌর ছাত্রলীগের সাবেক সভাপতি মাহবুব আলম বাবু, সাধারণ সম্পাদক আলী নূর বেপারী, ছেংগারচর পৌর বাজার বণিক সমবায় সমিতি লি: সাবেক সভাপতি মোবারক হোসেন মুফতি, বর্তমান সাধারণ সম্পাদক নাসির উদ্দিন ফরাজী প্রমুখ।

Print Friendly, PDF & Email

Related Posts