প্রথমবারের মত বোনাস পেলো বিসিসির দুই হাজার কর্মচারী

খান মাইনউদ্দিন, বরিশাল ব্যুরো: আসন্ন ঈদ-উল-ফিতর উপলক্ষে বরিশাল সিটি কর্পোরেশনে এই প্রথমবারের মত প্রায় দেড় কোটি টাকা ঈদ বোনাস পেলো কর্মকর্তা-কর্মচারীরা।

আজ দিনভর আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে কর্মকর্তা-কর্মচারীদের হাতে বেতন ও বোনাস তুলে দেওয়া হয়।

নগর ভবন সূত্র জানিয়েছে, প্রায় ২০০০ জন স্থায়ী ও দৈনিক মজুরি ভিত্তিক কর্মকর্তা, কার্মচারীরা কাজ করছে নগর ভবনে। এরমধ্যে বিভিন্ন শাখায় নিয়োজিত ৪৭৫ জন স্থায়ী কর্মকর্তা ও কর্মচারীদের মূল বেতনের সাথে ঈদ বোনাস দেয়া হয়েছে প্রায় পঁচাত্তর লাখ টাকা এবং দৈনিক মজুরি ভিত্তিক ১৫০০ জন পরিচ্ছন্নতা কর্মকর্তা-কর্মচারীদের দেয়া হয়েছে প্রায় ৫০ লাখ টাকা বোনাস।

যদিও এরআগে দৈনিক মজুরি ভিত্তিক কর্মকর্তা, কার্মচারীরা মাসে ৬ থেকে ৭ হাজার ৫শ টাকা আর বোনাস হিসেবে কেউ কেউ ১ হাজার টাকা পেত। কিন্তু বর্তমান মেয়র সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ কর্মচারীদের বেতন বৃদ্ধি করে ৯ হাজার টাকা করেছেন। এরই ধারাবাহিকতায় এই ঈদে মূল বেতনের সাথে দৈনিক মজুরি ভিত্তিক কর্মকর্তা, কার্মচারীদের ঈদ বোনাসের একহাজার টাকার পরিবর্তে ৪ হাজার ৫শ টাকা করে বোনাস পেয়েছেন।

Print Friendly

Related Posts