বিডি মেট্রোনিউজ ডেস্ক ॥ ট্রেন ভর্তি লোক। সবার সামনেই শাহরুখ খানের গালে সপাটে চড় মারলেন এক মহিলা। সিনেমার দৃশ্য নয়। সত্যি ঘটনা। তবে তখনও তিনি কিং খান হননি।
কাজের খোঁজে দিল্লি থেকে প্রথমবার ট্রেনে চেপে মুম্বই আসছেন। জানতেন না, মুম্বইতে ঢুকলে এক্সপ্রেস ট্রেন লোকাল ট্রেন হয়ে যায়। সংরক্ষিত আসন বলে কিছু থাকে না। তিনি তখন নিজের বার্থ জুড়ে বসেছিলেন। এক মহিলাকে তাতে বসতে দিলেও সঙ্গী পুরুষটিকে বসতে দেননি। ঝামেলা শুরু হলে জানান, ‘গোটা বার্থের জন্য টাকা দিয়েছি। কাউকে বসতে দেব না’।
তার পরেই সপাটে চড় কষিয়ে মহিলা বলেন, ‘এটা লোকাল ট্রেন। তোমার একার নয়, সবার’। মুম্বইতে ‘ফ্যান’ ছবির প্রচারে গিয়ে শোনালেন এই গল্প। সঙ্গে জানিয়ে দিলেন ‘অসহিষ্ণুতা’র মতো প্রসঙ্গ নিয়ে আর কথা নয়। কোনও বিষয়ে মত প্রকাশ না করাটাও বাক স্বাধীনতার মধ্যেই পড়ে। এখন থেকে তাই আই পি এল–এ কে কে আর–এর ম্যাচে ‘আউট’ ছাড়া কিছুই বলবেন না।