বিডি মেট্রোনিউজ ডেস্ক ॥ অস্কারের ক্লাসিক গাউন পরতে চেয়েছিলেন। সাদা সিল্কের কাপড়ের উপর বাহারি ফুলের কাজ। লেবানিজ ডিজাইনার জু্হেইর মুরাদের ক্রিয়েশনে অস্কার সন্ধ্যায় মোহময়ী হয়ে উঠলেন প্রিয়াঙ্কা চোপড়া।
স্প্রিং সামার কালেকশন ২০১৬-এর থেকে নেওয়া প্রিয়াঙ্কার এই দুধ সাদা গাউনটি। এলিগ্যান্ট ও সবার থেকে আলাদা-এটাই ছিল বলি-সুন্দরীর অস্কার ফ্যাশন ফিরিস্তি।
বিশ্ব-সুন্দরীর কথায়, “ এটা আমার কাছে খুব স্পেশাল একটা মুহূর্ত। বিশ্বের সব থেকে বড় রেড কার্পেট। আমি চেয়েছিলেম একটা সুন্দর ও আরামদায়ক পোশাক পড়তে। যা আমাকে গোটা সন্ধ্যা কমফোর্টেবল রাখবে”।
সেই সঙ্গে তিনি আরও বলেন, “আমি এদিন ক্লাসিক কিছু পরতে চেয়েছিলাম। যেটা দেখতে খুবই সুন্দর হবে। সেই সঙ্গে ফ্যাশনেবলও”।
পনিটেল, হিরের দুল-আংটি আর সাদা গাউন আর হালকা মেকআপ ব্যস, এই ছিল রবিবার ডলবি থিয়েটারে দেশী গার্লের ফ্যাশন স্টেটমেন্ট। যা ফিকে করে দিয়েছিল তাবড় তাবড় হলি-সুন্দরীদের রং-কে।
আমেরিকার টিভি সিরিজ ‘কোয়ান্টিকো’র অন্যতম সফল অভিনেত্রী এখন প্রিয়াঙ্কা চোপড়া। কিছুদিন আগে ‘কোয়ান্টিকোর’ জন্য হলিউডের পিপলস চয়েস অ্যাওয়ার্ড জেতেন পিগি। এখন ‘বেওয়াচ’ দিয়েই হলি-পাড়ার বড়পর্দায় এন্ট্রি নিতে চলেছে নায়িকা।