অর্জিত ডক্টরেট ডিগ্রী জাতির পিতাকে উৎসর্গ করলেন কুতুব উদ্দিন চৌধুরী

বিডিমেট্রোনিউজ ডেস্ক ॥ সম্মানসূচক ডিগ্রী ডক্টর অব ফিলোসফি অর্জন করেছেন বাংলাদেশ সুপ্রীম কোর্টের সিনিয়র আইনজীবি ড. মো. কুতুব উদ্দিন চৌধুরী। মানবাধিকার রক্ষায় অনন্য অবদানের জন্য তিনি এই ডিগ্রী অর্জন করেছেন বলে জানা গেছে।

সম্মান সূচক এই ডিগ্রী অর্জনে তার অনুভূতি জানতে চাইলে তিনি বলেন, ‘আলহামদুলিল্লাহ। আমার দীর্ঘদিনের পরিশ্রম আর কষ্টের এই অর্জন শান্তি আর মানবাধিকার রক্ষায় সম্মানসূচক ডিগ্রী ডক্টর অব ফিলোসফি।

111

আমি আমার কষ্টের এই অর্জন, স্বাধীন বাংলার মহান স্থপতি, বাঙ্গালী জাতির স্বাধীকার আদায়ের অগ্রপথিক, যার জন্ম না হলে বাঙ্গালী জাতি স্বাধীনতার স্বপ্ন দেখতে পারত না, যার আদর্শে ছাত্রজীবন থেকে রাজনীতি করে আসছি, বিশ্বের অবিসংবাদিত নেতা, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর নামে উৎসর্গ করলাম।

Print Friendly, PDF & Email

Related Posts