বিডি মেট্রোনিউজ ॥ ট্রলি থেকে পড়ে আহত হয়ে পরীমনি এখন হাসপাতালে। শুটিং করার সময় আহত হন এই অভিনেত্রী। চাঁদপুরে চলচ্চিত্রের শুটিং চলছিল। সেখানে মঙ্গলবার বিকালে শুটিং চলাকালে অসাবধানতাবশত ট্রেন লাইনে থাকা ট্রলি থেকে পড়ে হাত, পা, কোমর ও পিঠে আঘাত পান পরীমনি। জানিয়েছেন নির্মাতা গিয়াস উদ্দিন সেলিম।
দুর্ঘটনার পরপরই তাকে স্থানীয় একটি ক্লিনিকে এক্সরে করা সহ প্রাথমিক চিকিৎসা দেয়া হয়। সেখানকার চিকিৎসকরা জানান, আঘাত খুব একটা মারাত্মক না হলেও, তার একটি হাত মচকে গিয়েছে। গতকাল মধ্যরাত থেকে হাতের ব্যথা বাড়তে থাকলে পরীমণিকে আজ সকাল সাড়ে ১১টার দিকে হেলিকপ্টারে করে ঢাকায় আনা হয়। রাজধানীর অ্যাপোলো হাসপাতালে এখন চিকিৎসাধীন রয়েছেন পরীমনি।
এ প্রসঙ্গে নির্মাতা গিয়াসউদ্দিন সেলিম বলেন, ‘রেললাইনের ট্রলিতে ‘স্বপ্নজাল’ ছবির একটি দৃশ্যের শুটিং চলছিল। এ সময় দুর্ঘটনাবশত পড়ে যান পরী। পরীর উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।’
পরীমনি আহত হয়ে ঢাকায় চলে আসলেও থেমে নেই ‘স্বপ্নজাল’ এর শুটিং। তাকে ছাড়াই অন্যান্য দৃশ্যগুলোর কাজ চলছে বলে জানিয়েছেন নির্মাতা।