দুমকিতে আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

কাজী দুলাল, দুমকি (পটুয়াখালী) প্রতিনিধি: পটুয়াখালীর দুমকিতে বাংলাদেশ আওয়ামী লীগের ৭০তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। ২৩জুন সংগঠনটির ৭০তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে দুমকি উপজেলা আওয়ামীলীগ ব্যাপক আয়োজনের মধ্য দিয়ে দিনটি উৎযাপন করেন।

দিনের শুরুতে উপজেলার শ্রীরামপুর ইউনিয়ন আওয়ামী লীগ অফিসে জাতীয়, দলীয় ও শান্তির পতাকা আকাশে উড়ানো হয়। বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করার পর কেক কাটাও সন্ধ্যা ৭টায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় শ্রীরামপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি নাসির উদ্দিন মৃধ্যার সভাপতিত্বে আলোচনায় অংশ নেন উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি আবুল কালাম আজাদ, সাধারন সম্পাদক (ভারপ্রাপ্ত) শাহজাহান আকন সেলিম, সাংগঠনিক সম্পাদক মাহফুজুর রহমান খান, কোষাধক্ষ্য ফোরকান আলী মাস্টার, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক মাইনুল ইসলাম প্যাদা, শিক্ষা বিষয়ক সম্পাদক সৈয়দ ফরহাদ, আওয়ামীলীগ নেতা আবুল হোসেন, শ্রীরামপুর ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক কে এম শহীদুল ইসলাম খলিল।

এছাড়াও উপজেলা আওয়ামীলীগ ও সহযোগীতা সংগঠনের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।

আলোচনা সভায় বক্তারা বলেন, আওয়ামীলীগের জন্ম হয়েছে বলেই বাংলাদেশের জন্ম হয়েছে। আমরা মুখের ভাষা পেয়েছি। আমরা স্বাধীন দেশ পেয়েছি । তারা আরো বলেন, আওয়ামী লীগ রাষ্ট্রীয় ক্ষমতায় আছে বলেই আজ বাংলাদেশ উন্নত দেশের কাতারে পৌঁছেছে।

Print Friendly, PDF & Email

Related Posts