ইফতেখার শাহীন, বরগুনা প্রতিনিধি: বরগুনা সরকারী বিশ্ব বিদ্যালয় কলেজের অনার্স ২য় বর্ষের ছাত্র রিফাত শরীফের হত্যাকান্ডের এজাহারভূক্ত ২ আসামী চন্দন ও হাসান এবং সন্দেহভাজন নাজমুল হাসানকে গ্রেফতার করেছে পুলিশ।
শুক্রবার সকাল সাড়ে ১১ টায় বরগুনার পুলিশ সুপারের কার্যালয়ে বরিশাল রেঞ্জের ডিআইজি শফিকুল ইসলাম ও বরগুনার পুলিশ সুপার মারুফ হোসেন সাংবাদিকদের এক প্রেস ব্রিফিংএ বলেন, রিফাত হত্যা মামলার এজাহারভূক্ত আসামীদের মধ্যে ২ জন ও সন্দেহভাজন একজনকে গ্রেফতার করতে সক্ষম হয়েছি। আমরা সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাচ্ছি বাকী আসামীদের গ্রেফতার করতে। এ জন্য বরগুনার প্রতিটি পয়েন্টে চেকপোষ্ট বসানো হয়েছে।এ ছাড়াও বাংলাদেশের প্রত্যেকটি বর্ডারে কড়া নিরাপত্তা গ্রহন করা হয়েছে যাতে বাকী আসামীরা বাহিরে পালিয়ে যেতে না পারে।
বরিশাল রেঞ্জের ডি আইজি শফিকুল ইসলাম আরও বলেন, এই আলোচিত হত্যাকান্ডের ঘটনায় পুলিশ বিভাগের কারও যদি গাফিলতা পাওয়া যায়, তাহলে দ্রুত তার বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।আমরা আশা করছি অবিলম্বে বাকী আসামীদের গ্রেফতার করে আইনের আওতায় নিয়ে আসা হবে।
সাংবাদিকদের উদ্দেশ্যে তারা বলেন, এ চাঞ্চল্যকর হত্যার ব্যাপারে আপনাদের সর্বোচ্চ সহযোগিতা কামনা করছি।