পদক নেননি ক্ষুব্ধ মেসি

বিডিমেট্রোনিউজ ডেস্ক ॥ চিলির বিপক্ষে ২-১ গোলে আর্জেন্টিনার জয়ের পর পদক নিতেই আসেননি ক্ষুব্ধ মেসি। এদিন লাল কার্ড দেখানোয় ক্ষুব্ধ হন তিনি। রেফারি ও কনমেবলকেও এক হাত নিয়েছেন তিনি।

ম্যাচের ৩৭ তম মিনিটে চিলির অধিনায়ক গ্যারি মেদেলের সাথে বিবাদে জড়িয়ে পড়লে রেফারি উভয়কেই লাল কার্ড দেখান। অবশ্য তার আগেই ২ গোলে এগিয়ে গিয়েছিল আর্জেন্টিনা। দ্বিতীয়ার্ধে চিলি পেনাল্টি পেয়ে এক গোল শোধ দিলেও শেষ পর্যন্ত জয় নিয়েই মাঠ ছাড়ে স্কালোনির দল।

পরবর্তীতে পুরস্কার বিতরনী অনুষ্ঠানে পদক নিতেই আসেননি ক্ষুব্ধ মেসি।

ম্যাচ শেষে সাংবাদিকদের সাথে কথা বলার সময় রেফারি, কনমেবল, ব্রাজিল কাউকেই ছাড়েননি তিনি। লাল কার্ড দেখার বিষয়ে তিনি বলেন- “আমি মনে করি ব্রাজিলের বিপক্ষে কথা বলার কারনে আমাকে লাল কার্ড দেখানো হয়েছে।’’

এছাড়া মেসি মনে করেন, কনমেবল চায় ব্রাজিল শিরোপা জিতুক।

“কোন সন্দেহ নেই, সবকিছু ব্রাজিলের জন্য সাজানো হয়েছে। আমি আশা করব ভিএআর ও রেফারি ফাইনালে এরকম কিছু করবে না এবং পেরুকে প্রতিদ্বন্দ্বিতা করতে দিবে।’’

কেন পদক নিতে যাননি এই প্রশ্নের জবাবে মেসি বলেন- “আমি এই দুর্নীতির অংশ হতে চাইনি। আমাদের প্রতি এমন অসম্মানজনক আচরণের পর এর অংশ হওয়া আমাদের উচিত হবে না।’’

“আমরা অনেক দূর যেতে পারতাম কিন্তু আমাদেরকে ফাইনালে যেতে দেয়া হয়নি। দুর্নীতি, বাজে রেফারিং এর জন্য মানুষ ফুটবল উপভোগ করতে পারছে না।’’

Print Friendly, PDF & Email

Related Posts