বিডি মেট্রোনিউজ ডেস্ক॥ ভারতীয় মিডিয়ায় এটা তার প্রথম সাক্ষাত্কার। সে নিয়ে উত্তেজিত নায়িকা। তবে ফোনের ওপারে তিনি সাবলীল। যতটা সাক্ষাত্কার দিলেন গল্প করলেন তার থেকে অনেক বেশি। তিনি পরীমণি। বললেন অনেক কথা।
বললেন- ইন্ডাস্ট্রিতে অনেকে এসেই পরিমণি হতে চায়। তবে আমি কারও জায়গা নিতে চাই না। আমি মনে করি, ব্যক্তিগত আক্রমণ না করে প্রত্যেকেরই নিজের জায়গা করে নেওয়া উচিত শিল্পীদের ক্ষেত্রে এই ট্যাবু থাকা উচিত নয়। আমারও নেই। তাই চিত্রনাট্যের ডিমান্ড থাকলে আমি চুমুও খাব, বিকিনিও পরব।
বললেন- রবি ঠাকুর আমার প্রথম প্রেমিক। আমি আঁকতে শেখার পর প্রথম ওঁর ছবিই এঁকেছি। তাই এই অবসেশন আমার আছে। এমনকী আমি এটাও ঠিক করে নিয়েছি নামের অক্ষরে ‘র’ না থাকলে সেই ছেলেকে আমি বিয়ে করব না।