আকাশে উড়ছে টাটা ন্যানো!

বিডিমেট্রোনিউজ ডেস্ক ॥ ছোটবেলা থেকেই ইচ্ছা ছিল পাইলট হবেন৷ তবে সুযোগ মেলেনি৷ বিহারের ছাপরার বাসিন্দা এই ব্যক্তি নিজের স্বপ্ন কিন্তু সফল করেছেন৷ তবে সবাইকে চমকে দিয়ে যে পদ্ধতি কাজে লাগিয়েছেন তিনি, তা এককথায় নজিরবিহীন৷

নিজের টাটা ন্যানো গাড়িটিকেই হেলিকপ্টার বানিয়েছেন তিনি৷ চমকে গেলেন? ঠিকই পড়েছেন৷ একটি ন্যানো গাড়িকে হেলিকপ্টারে পরিণত করেছেন মিথিলেশ প্রসাদ৷ দিব্যি উড়ছে সেই গাড়িরূপী হেলিকপ্টার৷

শুধু বাইরে থেকেই নয়, ভিতরের ইঞ্জিন পালটে রীতিমত হেলিকপ্টারের রূপ দেওয়া হয়েছে৷ রং করা হয়েছে৷ চকচকে সেই নতুন হেলিকপ্টার উড়ে বেড়াচ্ছে মাঠে৷ তবে এটাই প্রথম নয়, যে কোনও গাড়িকে হেলিকপ্টারের রূপ দেওয়া হয়েছে৷

এর আগে উত্তরপূর্ব চিনের একজন কৃষক, জু ইয়ুহু প্লেনে চড়ার স্বপ্ন সত্যি করেছিলেন, নিজে প্লেন বানিয়ে৷ এয়ার বাস এ৩২০ মডেলের একটি প্লেন তৈরি করে ফেলেছিলেন তিনি৷ এমনকি তৈরি করেছিলেন রানওয়েও৷

এছাড়াও পাকিস্তানের এক ব্যক্তি যিনি পেশায় পপকর্ণ বিক্রেতা ছিলেন তাঁরও বিমান চালক হওয়ার স্বপ্ন ছিল৷ মহম্মদ ফইয়াজ নামের ওই ব্যক্তি প্রায় ৯০ হাজার টাকা খরচ করে বানিয়ে ফেলেছিলেন একটি আস্ত প্লেন৷ এজন্য ব্যাংক থেকে রীতিমত ঋণ নিয়েছিলেন তিনি৷ তবে সেই বিমান উড়বার আগেই পুলিশ আটকায়, অনুমতি না থাকার জন্য৷

Print Friendly, PDF & Email

Related Posts