বিডি মেট্রোনিউজ॥শনিবার মধ্যরাতে চাঁদপুরের মিয়ারচরে মেঘনা নদীতে দুটি লঞ্চের সংঘর্ষে এক গৃহবধূ ও তার দুই ছেলে-মেয়ে নিহত হয়েছেন। আহত হয়েছেন ওই পরিবারের আরেকজন। রাত ১টার দিকে ঢাকামুখী সম্রাট-৩ এবং পটুয়াখালীগামী জাহিদ-৪ লঞ্চের মধ্যে এ দুর্ঘটনা ঘটে বলে সম্রাট লঞ্চের সুপারভাইজার জাকির হোসেন জানান।
নিহতরা হলেন- বরগুনা সদরের লতাকাটা গ্রামের নিজাম উদ্দিনের স্ত্রী তাসনিমা বেগম (৪৫), তার ছেলে হিরণ (২২) ও মেয়ে জান্নাত (৭) ।
এ ঘটনায় তাসনিমার আরেক মেয়ে নাসরিন (১৪) আহত হয়েছে। তাকে ঢাকার পঙ্গু হাসপাতালে ভর্তি করা হয়েছে।
নিহত তাসনিমার দেবর দেলোয়ার মিয়া বলেন, তার ভাবী তিন ছেলে-মেয়েকে নিয়ে রাতে বরগুনা থেকে ঢাকায় আসছিলেন।
সুপারভাইজার জাকির বলেন, “চাঁদপুরের মিয়ারচর এলাকায় মাঝ নদীতে জাহিদ লঞ্চ হঠাৎ করে আমাদের লঞ্চের একপাশে ধাক্কা দেয়। এতে তাসনিমা ও তিন ছেলে-মেয়ে আহত হন। হাসপাতালে নেওয়ার আগেই তাসনিমা ও হিরণের মৃত্যু হয়।”
আহত দুই বোন নাসরিন ও জান্নাতকে প্রথমে চাঁদপুরের একটি হাসপাতালে নেওয়া হয়। পরে সেখান থেকে ঢাকার পঙ্গু হাসপাতালে আনার পথে জান্নাতের মৃত্যু হয়।
ভাবী ও ভাতিজা-ভাতিজির লাশ ঢাকার খিলগাঁয়ের পশ্চিম নন্দীপাড়ার বাসায় রয়েছে বলে জানান দেলোয়ার।