হাসানুর কাবির মেহেদী, নীলফামারী ॥ ‘সবাই মিলে জনমত গড়ি, জঙ্গীবাদের কবর খুড়ি’- এ শ্লোগানকে সামনে রেখে নীলফামারীর জলঢাকায় বুধবার জঙ্গীবাদ দমনে ইসলামী চিন্তাবিদ ও ওলামা মাশায়েখগণের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
সকাল ১০টায় জলঢাকা থানা চত্বরে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন জলঢাকা থানা অফিসার ইনচার্জ আবু মো: দিলওয়ার হাসান ইনাম।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নীলফামারী জেলা পুলিশ সুপার মো:জাকির হোসেন খান। উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা হাসান হাবিব, সিনিয়র সহকারী পুলিশ সুপার (সৈয়দপুর সার্কেল) এ.এন.এম সাজেদুর রহমান, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার হামিদুর রহমান, সাবেক পৌর মেয়র ও বনিক সমিতির সভাপতি ইলিয়াস হোসেন বাবলু, সাবেক উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান ও যুবলীগ কেন্দ্রীয় কমিটির সদস্য আব্দুল ওয়াহেদ বাহাদুর প্রমূখ।
জঙ্গীবাদ দমনে উপজেলার ১১টি ইউনিয়ন ও ১টি পৌরসভা হতে আগত ঈমাম ও খতিবদের উদ্দেশ্যে পুলিশ সুপার জাকির হোসেন খান বলেন, সন্ত্রাস দমনে আইন-শৃংখলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি ওলামা মাশায়েখদের সহযোগীতা আমরা বিশেষভাবে কামনা করি।