জাফর আহমদ নোমান ॥ আসন্ন ইউপি নির্বাচনকে সামনে রেখে জমজমাট প্রচারনা চালাচ্ছে চরফ্যাশন উপজেলার তেরটি ইউনিয়নের চেয়ারম্যান ও মেম্বার প্রার্থীরা।
চরফ্যাশন উপজেলায় প্রথম ধাপ ২২মার্চ দশটি এবং দ্বিতীয় ধাপ ৩১ মার্চ হবে তিনটি ইউনিয়নে নির্বাচন। ওচমানগঞ্জ ইউনিয়নের আওয়ামীলীগের প্রার্থী আশরাফুল আলম ফোটনকে নৌকা প্রতীকে ভোট দিয়ে চরফ্যাশনে উপমন্ত্রী জ্যাকবের উন্নয়নকে স্বীকৃতি দেয়ার জন্য গত মঙ্গলবার তালুকপাটওয়ারী বাজারে নির্বাচনী সভায় এলাকাবাসীর কাছে দাবী জানান উপজেলা আওয়ামীলীগ নেতা রতন কন্ট্রাকটার ও প্রভাষক মনির আহম্মেদ শুভ্র।
ওচমানগঞ্জ ইউনিয়নে আওয়ামীলীগের প্রার্থী আশরাফুল ফোটন জানান, এরই মধ্যে তিনি ওচমানগঞ্জের বিভিন্ন ওয়ার্ডে দশটির অধিক নির্বাচনী সভা করেছেন এবং জনগনকে নিজের প্রতি আকৃষ্ট করতে সবধরনের নির্বাচনী প্রচারনা চালিয়ে যাচ্ছেন ওচমানগঞ্জের এক প্রান্ত থেকে আরেক প্রান্তে।
ইউনয়ন পরিষদ নির্বাচনের দ্বিতীয় ধাপ আগামী ৩১ মার্চ অনুষ্ঠিত হবে ওচমানগঞ্জ ইউনিয়ন পরিষদের নির্বাচন।
এলাকাবাসী জানান, চরফ্যাশন উপজেলার মধ্যে সবচেয়ে অবহেলিত জনপদ ওচমানগঞ্জ ইউনিয়ন। দ্বিতীয় ধাপে অনুষ্ঠিতব্য চরফ্যাশন উপজেলার তিনটি ইউনিয়ন নিবার্চনে প্রার্থীদের মাঝে এখনও প্রতীক বরাদ্দ হয়নি। তার মধ্যে ওচমানগঞ্জ ইউনিয়ন একটি।
চরফ্যাশন উপজেলার হাজারীগঞ্জে আওয়ামীলীগের প্রার্থী সেলিম হাওলাদার নৌকায় ভোট চাইছেন ভোটারদের দ্বারে দ্বারে গিয়ে। এই এলাকায় দলীয় মনোনয়ন পেতে গত বছর থেকে আওয়ামীলীগের তিনজন প্রার্থীর সমর্থকদের মাঝে বহুবার দফায় দফায় সংঘর্ষ হয়। শেষ পর্যন্ত স্থানীয় সাংসদ উপমন্ত্রী আব্দুল্লাহ আল জ্যাকবের বিচক্ষনতায় শান্তি ফিরে পায় হাজারীগঞ্জ এলাকার মানুষ।
আওয়ামীলীগ প্রার্থীকে জয়ী করতে চরফ্যাশন আওয়ামীলীগের দলীয় নেতা-কর্মীরা প্রতিটি ইউনয়নের বাড়ী-ঘরে ভোটারদের কাছে নৌকা মার্কায় ভোট চাইছেন। চরফ্যাশন উপজেলা আওয়ামীলীগের নেতারা সমন্বয় করে তেরটি ইউনিয়নে ভাগ করে নেমে পড়েছেন নিজেদের প্রার্থীদের বিজয়ী করতে।
অপর দিকে বিএনপি মনোনীত প্রার্থীদের পাশে নেই তাদের দলীয় নেতা-কর্মীরা। দলীয় কাউকে পাশে না পেয়ে বিএনপি প্রার্থীরা নিজেরা একা বাড়ীতে বাড়ীতে গিয়ে ধানের শীষ মার্কায় ভোট চাইছেন ভোটারদের কাছে।