পবিপ্রবিতে বিলুপ্ত বৈচি ফলের নতুন জাত উদ্ভাবন

ইয়াসির আরাফাত, পবিপ্রবি : গত ২৩ অক্টোবর বুধবার পবিপ্রবির উদ্ভাবিত অনিয়ন্ত্রিত ফসলের জাত নিবন্ধিত একটি প্রত্যয়নপত্র প্রকাশিত হয়েছে।
যেখানে পবিপ্রবির উদ্ভাবিত বৈচির জাতটি  পিএসটিইউ বৈচি-১ (PSTU Boichi-1) নামে নিবন্ধিত হয়। যার ইংরেজি নাম Governor’s plum এবং বৈজ্ঞানিক নাম Flacourtia indica. জাতটির উৎস হলো উদ্ভাবিত এবং এটি ইনব্রিড ধরনের জাত।এটি বাংলাদেশের সব অঞ্চলে চাষযোগ্য।
উদ্ভাবিত জাতটির শনাক্তকারী বৈশিষ্ট্য হচ্ছে-
১) ডাইওসিয়াম প্রকৃতির স্ত্রী গাছ, নিয়মিত ফলধারী।
২) একক ফলের ওজন ১.৪-২.০ গ্রাম। গড় মিষ্টতা ৯-১০%।
৩) ফলের শাঁস নরম এবং সাদাটে বর্ণের; গাছ জলাবদ্ধতা অসহনশীল।
৪) ফেব্রুয়ারি-মার্চে ফুল আসে এবং মে-জুন মাসে ফল‌ পরিপক্ব হয়।
৫) হেক্টর প্রতি সর্বোচ্চ ৩-৪ মে.টন উৎপাদন করা যায়।
জাতীয় বীজ বোর্ড এর মহাপরিচালক,বীজ অনুবিভাগ কৃষি মন্ত্রণালয় কর্তৃক স্বাক্ষরিত এই প্রত্যয়নপত্রে আবেদনকারী প্রতিষ্ঠান পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, দুমকী, পটুয়াখালী-৮৬০২ কে জাতটির গুণগত মান, বৈশিষ্ট্য বজার রাখার কথা বলা হয়েছে।
Print Friendly, PDF & Email

Related Posts