বিডিমেট্রোনিউজ ডেস্ক ॥ গত ৫ থেকে ৭ নভেম্বর ঢাকায় হোটেল লেক ক্যাসেলে অনুষ্ঠিত হলো বাংলাদেশ মিডওয়াইফারী সোসাইটি আয়োজিত তিনদিনব্যাপী কর্মশালা।
অনুষ্ঠানটিতে উপস্থিত ছিলেন ডিরেক্টরেট জেনারেল অব নার্সিং এন্ড মিডওয়াইফেরী (ডিজিএনএম) এর ডেপুটি ডিরেক্টর ফিরোজা বেগম, বংলাদেশ নার্সিং এসোসিয়েশনের প্রেসিডেন্ট ইসমত আরা ফরিদা বেগম, ইউএনএফপিএ সহ সরকারি, বেসরকারি মিডওয়াইফেরী ইনস্টিটিউট, দাতা সংস্থা থেকে আগত প্রতিনিধিবৃন্দ।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রেহানা খানম, কোষাধ্যক্ষ, বিএমএস। পুরো আয়োজন পরিচালনা করেন রয়েল কলেজ অব মিডওয়াইফ (আরসিএম) ইউ কে এর প্রতিনিধি সুসান লিয়ড, ডঃ লেসলী কে এবং সারাহ গ্রেগসন।
কর্মশালায় বিভিন্ন পর্যায়ে ভবিষ্যৎ করণীয় নিয়ে গ্রুপ ওয়ার্ক অনুষ্ঠিত হয়। কর্মশালায় দেশের বিভিন্ন অঞ্চল এবং বিদেশ থেকে আগত মিওয়াইফরা তাদের অভিজ্ঞতা শেয়ার করেন। এছাড়াও ইউএনএফপিএ এর অর্থায়নে – রয়েল কলেজ অব মিডওয়াইফ (আরসিএম) ইউ কে এর সাথে বিএমএস এর যুগ্ম প্রকল্প এর মাধ্যমে অনুষ্ঠানটি পরিচালিত হয়।