বিডি মেট্রোনিউজ॥ ১২ মার্চ বাংলাদেশ শিশু একাডেমীতে কেন্দ্রীয় বঙ্গবন্ধু শিশু কিশোর মেলা আয়োজিত জাতীয় সাংস্কৃতিক প্রতিযোগিতা-২০১৫ এর পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. আ আ ম স আরেফিন সিদ্দিক।
কেন্দ্রীয় বঙ্গবন্ধু শিশু কিশোর মেলার চেয়ারম্যান ইকবাল সোবহান চৌধুরীর সভাপতিত্বে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বক্তব্য রাখেন, বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব ড. ইনামুল হক, স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের সঙ্গীত শিল্পী মনোরঞ্জন ঘোষাল, কবি নাসির আহমেদ, জাতীয় সাংস্কৃতিক প্রতিযোগিতার আহবায়ক মিয়া মনসফ ও বঙ্গবন্ধু শিশু কিশোর মেলার সদস্য সচিব ইয়াছিন মোহাম্মদ।
চুড়ান্ত প্রতিযোগিতায় বিজয়ী ১১৯ জনকে ‘বঙ্গবন্ধু শিশু কিশোর পদক’ প্রদান করা হয়। প্রথম স্থান স্বর্ণ, দ্বিতীয় স্থান রৌপ্য এবং তৃতীয় স্থান অধিকারকারী ব্রোঞ্জ পদক লাভ করে।
পুরস্কার বিতরণ করেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ও কেন্দ্রীয় বঙ্গবন্ধু শিশু কিশোর মেলার চেয়ারম্যান ইকবাল সোবহান চৌধুরী।
উল্লেখ্য, গত বছর ৫৮ জেলায় বঙ্গবন্ধুর জন্মদিন উপলক্ষে আয়োজিত জাতীয় সাংস্কৃতিক প্রতিযোগিতায় ১১টি বিষয়ে ৪ গ্রুপে অংশগ্রহন করে প্রায় ৭০ হাজার প্রতিযোগী অংশগ্রহন করে। গত শুক্রবার উদয়ন স্কুলে চুড়ান্ত প্রতিযোগিতায় অংশ নেয় দুই সহস্রাধিক প্রতিযোগী।
প্রতিযোগিতার বিষয় ছিল, রবীন্দ্র সঙ্গীত, নজরুল সঙ্গীত, ছড়াগান, পল্লীগীতি, বঙ্গবন্ধুকে নিয়ে গান, দেশাত্মবোধক গান, সাধারণ নৃত্য, লোক নৃত্য, আবৃত্তি, অভিনয় ও চিত্রাংকন।