বিডি মেট্রোনিউজ ॥ লক্ষ্মীপুর উৎসব- ২০১৬ উপলক্ষে শনিবার (১২ মার্চ) জাতীয় সংসদ ভবন চত্বরে এক অনুষ্ঠানে ‘ভোগের চেয়ে ত্যাগের আনন্দ বেশি’ এই শ্লোগানে লক্ষ্মীপুর জেলা সমিতি, ঢাকা এর সভাপতি ফরিদ আহমেদ ভূইয়ার হাতে ‘মানবিক সেবায় গ্রাম ও শহুরে মানুষ কুলের সেতুবন্ধনকারী সম্মাননা’ পদক ও ফুলেল শুভেচ্ছা প্রদান করে ‘মা-স্বপ্ন ফাউন্ডেশন’।
দেশের তিন লক্ষ মাতৃত্বকালীন ভাতা প্রাপ্ত মায়ের প্রতিনিধি ‘মা স্বপ্ন ফাউন্ডেশন’র পক্ষে সাবেক অতিরিক্ত সচিব মো: সাইফুল্লাহ, মা সামছুন নাহার, সালেহা বেগম ও শিশু সামিন আরহাম। এ সময় অন্যান্যদের মধ্যে গুসি আন্তর্জাতিক শান্তি পুরষ্কার বিজয়ী এএইচএম নোমান, লক্ষ্মীপুর জেলা সমিতি, ঢাকা এর সাধারণ সম্পাদক প্রকৌশলী ফখরুল হায়দর চৌধুরী উপস্থিত ছিলেন।
সমিতির অর্থ সম্পাদক মোহাম্মদ ফজলে রেজা সুমনের সঞ্চালনায় অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, সাবেক প্রধান বিচারপতি মো: রুহুল আমিন, সাবেক মন্ত্রী আ.স.ম.আব্দুর রব, সাবেক প্রতিমন্ত্রী মেজর (অ:) আব্দুল মান্নান, একেএম শাহ্জাহান কামাল এমপি, লায়ন এমএ আউয়াল এমপি, মো: আব্দুল্লাহ এমপি, মোহাম্মদ নোমান এমপি, দুদক চেয়ারম্যান বদিউজ্জামান, লক্ষ্মীপুর জেলা পরিষদ প্রাসাশক মো: শামসুল ইসলাম, সাবেক সচিব রেজা-ই রাব্বী, নাজমুল আলম সিদ্দিকী, অভিনেত্রী দিলারা জামান, শিল্পপতি, সমাজসেবক, শিানুরাগি, সাংবাদিক ও সমিতির আজীবন সদস্যসহ প্রায় পাঁচ হাজার অংশগ্রহণকারী।
অনুষ্ঠানে ফরিদ আহমেদ ভূইয়া-কে সম্মাননা পদক প্রদান করায় লক্ষ্মীপুর জেলা সমিতি, ঢাকা ‘মা স্বপ্ন ফাউন্ডেশন’ কে ধন্যবাদ জানায় এবং এ ধরনের প্রেরণাদায়ক উদ্যোগ আগামীতেও অব্যাহত রাখবে বলে আশা ব্যক্ত করা হয়।
উল্লেখ্য, মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের আওতায় ও ডরপ এর সহযোগিতায় দেশে দারিদ্র্য বিমোচনে মাতৃত্বকালীন ভাতা ও স্বপ্ন প্যাকেজ কার্যক্রম বাস্তবায়িত হচ্ছে। মা’কে উন্নয়ন পরিবর্তনের তলরেখা ধরে স্বনির্ভরতার লক্ষ্যে লবি, এ্যাডভোকেসিসহ বিভিন্ন প্রচার প্রচারণা কার্যক্রম বাস্তবায়নের লক্ষ্যে অলাভজনক প্রতিষ্ঠান হিসাবে ‘মা-স্বপ্ন ফাউন্ডেশন’ কাজ করে যাচ্ছে।
একই দিন ‘লক্ষ্মীপুর উৎসব’ কর্ণারে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে মাতৃত্বকালনীন ভাতা প্রাপ্ত মায়েদের দারিদ্র্য বিমোচনে ‘স্বপ্ন প্যাকেজ’ কর্মসূচী সারা দেশে সম্প্রসারণের দাবীতে স্বাক্ষর কর্মসূচীর উদ্বোধন করেন লক্ষ্মীপুরের সংসদ সদস্য একেএম শাহ্জাহান কামালসহ অন্য তিন সংসদ সদস্য।
প্রসঙ্গক্রমে, একই লক্ষে গত ১০ মার্চ গাজীপুরের কালীগঞ্জ উপজেলায় মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকির কাছে স্বপ্ন প্যাকেজ আওতায় মজিবনগর, টুঙ্গীপাড়া, কালীগঞ্জ, চাটখিল, চরাঞ্চলসহ ১০ উপজেলার সংসদ সদস্য, উপজেলা চেয়ারম্যান, মহিলা ভাইস চেয়ারম্যান, ইউপি চেয়ারম্যান, স্বপ্ন মা সংসদ, ডরপ প্রতিনিধিদের পক্ষে কবি ও সাহিত্যিক মা রোকেয়া ইসলাম স্মারক লিপি প্রদান করেন। প্রতিমন্ত্রী স্বপ্ন প্যাকেজ কর্মসূচী সম্প্রসারণের অব্যহত প্রচেষ্টার আশাবাদ ব্যাক্ত করেন।
তথ্যসূত্র : আ হ ম ফয়সল মিডিয়া ম্যানেজার, ডরপ