বিডি মেট্রোনিউজ, ব্রাহ্মণবাড়িয়া॥ ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে এক দিন আগে নিখোঁজ তিন ভাই-বোনের লাশ পাওয়া গেছে স্থানীয় এক পুকুরে।নাসিরনগর থানার ওসি আবুল কাদের জানান, বুধবার দুপুরে নাসিরনগর উপজেলার চাতপারের রতনপুর পূর্ব পাড়া গ্রাম থেকে ওই তিন শিশুর লাশ উদ্ধার করা হয়।
এরা হলো- ওই এলাকার শওকত আলীর মেয়ে সুলতানা (৪) এবং দুই ছেলে রাজা (৬) ও বাদশা (৭)।
পরিবারের বরাত দিয়ে ওসি বলেন, “মঙ্গলবার দুপুরে তিন ভাই-বোন গোসল করতে গিয়ে নিখোঁজ হয়। অনেক খোঁজাখুঁজির পর স্থানীয় একটি পুকুর পাড়ে তাদের জুতা পাওয়া যায়।” এরপর বুধবার পুকুরে তাদের লাশ ভেসে উঠলে স্থানীয়রা পুলিশে খবর দেয় বলে জানান ওসি।