হাসানুর কাবির মেহেদী, নীলফামারী ॥ মাদ্রাসা ছাত্রী ধর্ষণের প্রতিবাদে ও ধর্ষণকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবীতে জলঢাকায় বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছে কৈমারী ইউনিয়নের যুব ফোরাম ও শিশু সংগঠন।
শনিবার দুপুরে উদয়াঙ্কুর সেবা সংস্থা (ইউএসএস) এর সহযোগীতায় যুব ফোরাম ও শিশু সংগঠনের উদ্যোগে জলঢাকা উপজেলার কৈমারী বাজারের প্রধান সড়কে ঘন্টাব্যাপী মানববন্ধনে মিলিত হয়।
এতে বক্তব্য রাখেন উপজেলা যুবলীগের যুগ্ম আহবায়ক মকছুদার রহমান লেলিন, কৈমারী স্কুল এন্ড কলেজের সহকারী প্রধান শিক্ষক পরেশ চন্দ্র রায়, সহকারী শিক্ষিকা শারমিন আখতার, ফারজানা ইয়াসমিন, ইউএসএস অফিসার কৃতাকান্ত রায়, যুবফোরাম ও শিশু সংগঠনের কেশব রায় ও আর্জিনা বেগম, রশিদুল ইসলাম প্রমূখ।
এর আগে জলঢাকা কৈমারী স্কুল এন্ড কলেজ থেকে এক বিক্ষোভ মিছিল বের করে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।
উল্লেখ্য গত বুধবার কিশোরগঞ্জ উপজেলার বড়ভিটা ইউনিয়নের ইউসুফিয়া দাখিল মাদ্রাসার ছাত্রী (১৬) মাদ্রাসা থেকে বাড়ী ফেরার পথে সোনাকুড়ি গ্রামের মজনু মিয়ার ছেলে সিএনজি চালক মারুকুল ও তার দু’ই সহযোগী পাশ্র্ববর্তী ভূট্টা খেতে নিয়ে জোর পূর্বক ধর্ষন করে। মেয়েটি বর্তমানে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধানী রয়েছে।
পরদিন ধর্ষিতার বাবা বাদী হয়ে মারুকুলকে প্রধান আসামী করে ৩ জনের নামে কিশোরগঞ্জ থানায় মামলা দায়ের করেন। শুক্রবার ভোর রাতে রংপুর জেলার গংগাচড়া উপজেলার কচুয়াপাড়া গ্রামে এক আত্মীয় বাড়ী থেকে প্রধান আসামীকে গ্রেফতার করে কিশোরগঞ্জ থানা পুলিশ। গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন কিশোরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোস্তাফিজার রহমান।