নিজস্ব প্রতিবেদক: স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) প্রধান প্রকৌশলী হিসেবে নিয়োগ পেয়েছেন উক্ত অধিদপ্তরের অতিরিক্ত প্রধান প্রকৌশলী মো. মতিয়ার রহমান।
গত ২৪ ফেব্রুয়ারি স্থানীয় সরকার, পল্লি উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগের উপসচিব মো.এমদাদুল হক চৌধুরী স্বাক্ষরিত এক আদেশে তাকে পদোন্নতি প্রদান করা হয়। এ আদেশ ৩মার্চ থেকে কার্যকর হবে।
উল্লেখ্য, মো. মতিয়ার রহমান ১৯৮৮সালে এলজিইডিতে যোগদান করেন। তিনি ১৯৮৭ সালে বুয়েট থেকে বিএসসি ইঞ্জিনিয়ারিং (সিভিল) সম্পন্ন করেন। তিনি যুক্তরাজ্যর শেফিল্ডের ইউনিভার্সিটি থেকে মানব সম্পদ উন্নয়ন বিষয়ে এমএসসি ডিগ্রী অর্জন করেন। প্রকল্প ব্যবস্থাপনা ও প্রশাসন বিষয়ে ডেনমার্কের কোপেনহেগেন বিশ্ববিদ্যালয় থেকে ডিগ্রি নেন।
পেশাগত দক্ষতা অর্জনের জন্য তিনি আমেরিকা, কানাডা, জার্মানি, ফ্রান্স, স্পেন, সুইজারল্যান্ড, নেদারল্যান্ড, অষ্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, জাপান, সিঙ্গাপুর, দক্ষিণ আফ্রিকা, কেনিয়া, তানজানিয়া, উগান্ডা, মালয়েশিয়া, থাইল্যান্ড, ভারত সফর করেন।