জুবায়ের চৌধুরী পার্থ, ভোলা: ভোলা বোরহানউদ্দিন উপজেলার বড় মানিকা ইউনিয়নের ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। এতে ২০টি দোকান সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে গেছে ।
মঙ্গলবার দিবাগত রাত ১২টায় বড় মানিকা ইউনিয়নের বাটামারা গ্রামের সেন্ট্রাল বাজারে এই ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনা ঘটে।
ফায়ারসার্ভিস ও স্থানীয় সূত্রে জানা যায়, রাতে মোঃ কামাল তার চায়ের দোকান বন্ধ করে চুলার উপরে লাকড়ি রেখে বাসায় চলে যায়। পরে চুলার উপরে লাকরি থেকে অগ্নিকান্ডের সূত্রপাত ঘটে। এতে আগুনের তীব্রতায় দোকানে থাকা গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ হয়ে আশপাশে আগুন ছড়িয়ে পড়ে। এতে ২০টি দোকান সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে যায়। পরে স্থানীয় ও ফায়ার সার্ভিসের প্রায় আড়াই ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়।
ব্যবসায়ীরা বলছেন, এ ঘটনায় তাদের ১ কোটি টাকার মত ক্ষয়ক্ষতি হয়েছে বলে ধারনা করছেন তারা।
বোরহানউদ্দিন ফায়ারসার্ভিস স্টেশন অফিসার মোঃ খোরশেদ আলম জানান, চা-ব্যবসায়ী মোঃ কামালের চুলার উপরের লাকড়ি থেকে আগুন লেগে দোকানে থাকা গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ হয়। পরে দুই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনি।