টাঙ্গাইলে ঐতিহাসিক ৭ মার্চ পালন

আরিফুল ইসলাম, টাঙ্গাইল প্রতিনিধি: মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান-এর ৭ মার্চ ঐতিহাসিক উপলক্ষে বিভিন্ন কর্মসূচি পালন করা হয়েছে।

শনিবার সকাল ৮ টায় বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মো. আলাউদ্দিন -এর নেতৃত্বে বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধুর মুর‌্যালে পুস্পস্তবক অর্পণ করে তাঁর প্রতি বিন্ম শ্রদ্ধা জানানো হয়। এরপর শিক্ষক সমিতি, বঙ্গবন্ধু পরিষদ ও চতুর্থ শ্রেণী কর্মচারী সমিতির পক্ষ থেকেও পুস্পস্তবক অর্পণ করা হয়।

পুস্পস্তবক অর্পণ শেষে স্বাধীনতা সংগ্রাম-মুক্তিযুদ্ধে যারা জীবনকে উৎসর্গ করে শহীদ হয়েছেন তাঁদের রূহের মাগফিরাত কামনা করে দোয়া করা হয়। এরপর কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে বঙ্গবন্ধুর ভাষণ প্রচার করা হয়।

কর্মসূচিতে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের ডিন, রেজিস্ট্রার, প্রভোস্ট, প্রক্টর, বিভাগীয় চেয়ারম্যান, শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী ও ছাত্র-ছাত্রীবৃন্দ উপস্থিত ছিলেন।

 

Print Friendly, PDF & Email

Related Posts