ইফতেখার শাহীন: মাদক, সন্ত্রাস, দূর্নীতি, জঙ্গীবাদ, ইভটিজিং, বাল্য বিবাহ ও গুজব দমন সংক্রান্তে বরগুনায় ওপেন হাউজ ডে অনুষ্ঠিত হয়েছে।
“মুজিব বর্ষের অঙ্গিকার পুলিশ হবে জনতার” এ শ্লোগানকে সামনে রেখে শনিবার বিকাল ৪ টায় বরগুনা সদর থানার আয়োজনে থানা চত্বরে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবির মোহাম্মদ হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে এসময় উপস্থিত ছিলেন বরগুনার পুলিশ সুপার মোঃ মারুফ হোসেন পিপিএম।
বক্তব্য রাখেন, অতিরিক্ত পুলিশ সুপার বরগুনা সদর সার্কেল মোঃ শাহজাহান, সহকারী পুলিশ সুপার মোঃ আক্কাস আলী সাবেক মুক্তিযোদ্ধা বরগুনার ইউনিট কমান্ডার আবদুর রশীদ মিয়া, বরগুনা সদর উপজেলা চেয়ারম্যান মনিরুল ইসলাম, জেলা কমিউনিটি পুলিশিং এর সভাপতি ও বরগুনা প্রেস ক্লাবের সভাপতি অ্যাড. সঞ্জিব দাস, জাগো নারীর প্রধান নির্বাহী হোসনে আরা হাসি প্রমূখ।
এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বরগুনা সদর উপজেলার ১০ টি ইউনিয়ন থেকে আগত কমিউনিটি পুলিশিং এর সভাপতি, সাধারণ সম্পাদক, সদস্য ও বিভিন্ন শ্রেণী পেশার মানুষ।