বিডিমেট্রোনিউজ ডেস্ক ॥ ক্যাসিনোকাণ্ড ও টেন্ডারবাজির ঘটনায় গ্রেপ্তার আলোচিত ঠিকাদার জি কে শামীমকে দুই মামলায় ছয় মাসের জন্য জামিন দিয়েছেন হাইকোর্ট। তার জামিনের লিখিত আদেশ প্রকাশিত হয় গত ১২ ফেব্রুয়ারি।
জি কে শামীমের জামিনের বিষয়ে অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম বলেন, ‘বিষয়টি আমি শুনলাম। এ ব্যাপারে নথিপত্র দেখে আগামীকাল (রোববার) পদক্ষেপ নেব।’
জানা গেছে, বিচারপতি এ কে এম আসাদুজ্জামান এবং বিচারপতি এস এম মুজিবুর রহমানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ থেকে জামিন নেন জি কে শামীম। গত ৬ ফেব্রুয়ারি জামিনের আদেশ হয়। আর ১২ ফেব্রুয়ারি আদেশের কপি বের হয়।
ওই আদালতে নিযুক্ত ডেপুটি অ্যাটর্নি জেনারেল এফ আর খান জানান, জি কে শামীমের জামিনের বিষয় সম্পর্কে তিনি কিছুই জানেন না।
প্রসঙ্গত, গত বছরের ১৮ সেপ্টেম্বর ঢাকায় ক্যাসিনোবিরোধী অভিযান শুরুর দুই দিন পর ঠিকাদার জি কে শামীমকে গ্রেপ্তার করে র্যাব। গত ২০ সেপ্টেম্বর রাজধানীর নিকেতনে তার নিজ কার্যালয় থেকে বিপুল পরিমাণ মাদক ও অর্থ উদ্ধার করা হয়।
যুবলীগ থেকে বহিস্কৃত জি কে শামীমের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগেও মামলা রয়েছে। গত বছরের ২১ অক্টোবর তার বিরুদ্ধে মামলা করে দুর্নীতি দমন কমিশন।