অন্তর্বর্তী সরকার বাংলাদেশকে একটি নান্দনিক ব্যবস্থায় সুপ্রতিষ্ঠিত করবে- উপদেষ্টা ফরিদা আখতার

৩০ জন উদ্যোক্তা ও সমাজকর্মীকে সম্মাননা স্মারক প্রদান

সেন্টার অব ইনক্লুসিভ বাংলাদেশ ও নারী সংগঠন উইনের যৌথ আয়োজনে গণঅভ্যুত্থান পরবর্তী নারী ও গণ ক্ষমতায়ন সম্ভাবনা ও করণীয় শীর্ষক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে মৎস্য ও প্রাণি সম্পদ উপদেষ্টা ফরিদা আখতার বলেছেন অন্তবর্তী সরকার বাংলাদেশকে একটি নান্দনিক ব্যবস্থায় সুপ্রতিষ্ঠিত করবে। তিনি বলেন ৩৬ জুলাইয়ের স্পিরিটকে সরকার যথাযথভাবে ধারন করে কাজ করে যাচ্ছে। সমাজে নারীদের সত্যিকার ক্ষমতায়ন ও বৈষম্য নিরসনে কাজ করছে বর্তমান অন্তবর্তী সরকার।

শুক্রবার (২৭ ডিসেম্বর) রাজধানীর ঢাকা রিপোটার্স ইউনিটি মিলনায়তনে সেন্টার অব ইনক্লুসিভ বাংলাদেশ’র চেয়ারম্যান প্রকৌশলী মেজবাহুল ইসলামের সভাপতিত্বে প্রোগ্রামে স্বাগত বক্তব্য দেন রাজনৈতিক গবেষক প্রকৌশলী লোকমান লিমন।

সোনিয়া হালিম জুই এর পরিচালনায় সভার প্রধান বক্তা ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজ কল্যান ও গবেষণা ইনস্টিটিউট এর সাবেক পরিচালক ও অধ্যাপক, বাংলাদেশ সমাজ কল্যান সমিতির প্রেসিডেন্ট তাহমিনা আখতার বলেন, নারী ও গণক্ষমতায়ন যথাযথভাবে করতে হলে শিক্ষাকে এক নম্বর গুরুত্বের জায়গায় নিয়ে আসতে হবে।

সাবেক সচিব ম.আ কাশেম মাসুদ বলেন, হাঁস মুরগী গরু ছাগল মাছ চাষে বাচ্চার জন্য ও ফিডের জন্য বড় কর্পোরেট কোম্পানী গুলোর সর্বনাশা সিন্ডিকেট রয়েছে। এখানে বাচ্চার দাম, খাদ্যের দাম, পাইকারী দাম ও খুচরা দাম ফিক্সড করে না দিলে খামারীদের বাঁচানো যাচ্ছেনা। গ্রামীন নারীদের অর্থনৈতিক মুক্তিতে এটি বিপ্লব সৃষ্টি করবে।

সংগঠক,লেখক, গবেষক, সাবেক নাট্যাভিনেত্রী প্রফেসর ফ্লোরা সরকার বলেন, নারীকে পণ্য না করে সুস্থ সংস্কৃতি চর্চার বিকাশ করতে হবে।

এশিয়ান সাইন্টিস্ট,উদ্যোক্তা ,উন্নয়ন কর্মী, লেখক এবং মডেল লাইভ স্টক এডভান্সমেন্ট ফাউন্ডেশনের চেয়ারম্যান ডা. সালমা সুলতানা বলেন দেশকে এগিয়ে নিতে হলে লাইভস্টকের দিকে নজর দিতে হবে। এতে আমিষের অভাব থাকবেনা। খাদ্য নিরাপদ হলে অনেক রোগ ব্যাধিও থাকবেনা।

আইনজীবী, সংগঠক,সোশ্যাল একটিভিস্ট ব্যারিস্টার সাদিয়া আরমান বলেন, ইউনিয়ন পরিষদের নারী ইউপি সদস্য বৃদ্ধি করে ৯ জন করা দরকার। একজন নারী ইউপি সদস্যর জন্য কাজকর্মে ৩ টা ওয়ার্ড কাভার করা কঠিন। ইউনিয়নের প্রতি ওয়ার্ডে নারী স্বাস্থ্য কেন্দ্র করা দরকার। ইউনিয়ন পর্যায়ে নারী দক্ষতা বৃদ্ধিতে সরকারী দক্ষতা সেন্টার করতে হবে এতে নারীরা এগিয়ে যাবে।

কবিতা ক্যাফের পরিচালক, লেখক ও বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব নাহিদা আশরাফি বলেন, বিধবা ও ডিভোর্স ভাতা, বেকার ভাতা, সামাজিক নিরাপত্তা ফান্ড সরকারীভাবে করার পাশাপাশি বেসরকারীভাবে ফান্ডরেইজ করার জন্য প্রয়োজনীয় আইন প্রনয়ন জরুরী। স্কুল কলেজে ও শহর এলাকা গুলোতেও নারীদের ব্যায়াম ও খেলাধুলার পর্যাপ্ত ইনডোর ব্যবস্থা এখনও নাই। এ বিষয়ে সরকারকে মনোযোগ দিতে হবে।

বিশিষ্ট লেখিকা ও নারী নেত্রী নূরুন্নাহার বলেন, প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকাদের বিয়ের পর তার শ্বশুড় বাড়ি এলাকায় ট্রান্সফার সহ সকল নারীদের ট্রান্সফার ইস্যু রাষ্ট্র যাতে দরদী বিবেচনায় নেয়। এমপিওভুক্ত কলেজ গুলোতেও আন্ত: ট্রান্সফার সিস্টেম চালু হওয়া জরুরী। এতে শিক্ষকদের প্রোডাক্টিবিটি আরও বাড়বে।

৯০ এর ছাত্র ঐক্যের কেন্দ্রীয় সদস্য, গনতান্ত্রিক সাংস্কৃতিক ঐক্যের নেতা কামাল হোসেন বাদল বলেন, সবজি সহ নিত্য প্রয়োজনীয় পণ্যের মূল্যে সহনীয় রাখতে হলে সরকারী ব্যবস্থাপনায় গাড়ী করে শহরে সবজি নিয়ে আসতে হবে। সরকারীভাবে পাইকারী ও খুচরা ব্যবসায়ীদের আলাদা চেইন তৈরী করে ডিস্ট্রিবিউট করলে উপকার পাওয়া যেতে পারে।

চাকরীতে প্রবেশের সীমা ৩৫ আন্দোলনের নেতা ইফতেখার চৌধুরী বলেন, চাকরীতে প্রবেশের বয়সসীমা ৩৫ ক্ষেত্রবিশেষে উন্মুক্ত করলে সবচেয়ে বেশী লাভবান হবে নারীরা। নারীদের বেশীরভাগের ৩০ /৩২ বছর বয়স চলে যায় গ্রাজুয়েশন কোন ভাবে সম্পন্ন করা, বাচ্চা বড় করা ও শ্বশুড়বাড়ির সাথে এডজাস্টমেন্টে। সমাজ ও দেশ পরিচালনায় নারীদের আরও ব্যপক উপস্থিতির জন্য চাকরীতে বয়সের প্রবেশ সীমা কমিশনের সুপারিশ অনুসারে ৩৭ করার উচিত।

বাংলাদেশ নারী মুক্তি কেন্দ্র এর সদস্য ফারজানা আহমেদ বলেন, জনসমস্যা লাগবে ব্যাপক ভাবে সমবায় করতে হবে এবং সমবায় আইন সহজ করতে হবে। ঢাকা শহরে নারীদের জন্য যানবাহন এখনও অপ্রতুল। এ বিষয়টা সরকার নজরে নিলে ভাল হয়।

এডভোকেট জান্নাতুল ফেরদৌস সারা বলেন, সাংসারিক ব্যস্ততা সামলানোর জন্য কর্মজীবী নারীদের অফিস টাইম এক ঘন্টা কমানোর দাবী করছি। নারীদের অর্থনৈতিক মুক্তির জন্য নারী কর্মসংস্থান জরুরী। তাই কর্ম স্থানে নিরাপত্তাও জরুরী। আদালত ও পুলিশ প্রশাসনে সাইবার ও পারিবারিক বিষয়ে ডিল কনরা জন্য ব্যবস্থা থাকলেও নারীদের কর্ম স্থানে পেইন নিরসনে থানা ও আদালতে বিশেষ ব্যবস্থা থাকা দরকার।

লেখিকা ও নারী সংগঠক ও মহিয়সীর প্রকাশক শারমিন আকতার বলেন, গার্মেন্টস কর্মীদের বেতন সহ মাতৃত্বকালীন ছুটি দিতে হবে, তাদের জন্য ডে কেয়ার সেন্টার নিশ্চিত করতে হবে। কাজের বুয়াদের মাসে দু দিন ছুটি দিতে রাষ্ট্রীয়ভাবে উৎসাহ দেয়া দরকার।

পেটারনিটি লিভটা তো শুরু করা দরকার। এতে মাতৃত্বকালীন সময়ে নারীদের হেল্প হয়। প্রোগ্রামে ৩০ জনকে উদ্যোক্তা ও সমাজকর্মী হিসেবে সম্মাননা স্মারক দেয়া হয়।

মতবিনিময় এ সভায় আরও বক্তব্য রাখেন কুরআন মজলিশ সংগঠনের চেয়ারম্যান মিয়া সিরাজ, জাস্টিস এন্ড ডেভেলপমেন্ট পার্টির সভাপতি দেলোয়ার হোসেন, সার্বভৌমত্ব আন্দোলনের কেন্দ্রীয় সংগঠক ফুয়াদ স্বনম, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক প্রফেসর কামরুল ইসলাম জুয়েল, স্বদেশী গণতান্ত্রিক আন্দোলনের প্রধান সমন্বয়কারী আল আমিন রাজু , শিক্ষাবিদ অধ্যক্ষ হোসেন আলী সরকার, এশিয়ান ইউনিভার্সিটির শিক্ষক ড. মো. আবু জাফর সিদ্দিকী, দেশপ্রেমিক প্রজন্মের আহবায়ক আল কাওসার মিয়াজি, ২৪ আন্দোলনে আহত আন্দোলনকারী চম্পা আক্তার, নারী উচ্চারন ও খেদমত ই-কমার্স প্রেসিডেন্ট সামিয়া রহমান, সাংবাদিক কানিজ ফাতেমা সূচী, যুব সংগঠক পিংকি কনিকা প্রমুখ।

Print Friendly, PDF & Email

Related Posts