ইফতেখার শাহীন, বরগুনা: “ধর্ম যার যার রাষ্ট্র সবার” হিন্দু-মুসলিম-বৌদ্ধ-খ্রীস্টান আমরা সবাই বাংলা মায়ের সন্তান এই শ্লোগানকে সামনে রেখে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ বরগুনা জেলা শাখার সম্মেলন- ২০২০ অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার সকাল ৯ টায় বরগুনা শহরের সার্বজনীন আক্রাবাড়ি মন্দির চত্বরে পূজা উদযাপন পরিষদ বরগুনা জেলা শাখার আয়োজনে উদ্বোধনী অনুষ্ঠান ও সাংগঠনিক সভার আয়োজন করা হয়।
জেলা পূজা উদযাপন কমিটির সভাপতি শ্রী সুখ রঞ্জন শীলের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরগুনা-১ আসনের সংসদ সদস্য ধীরেন্দ্র দেব নাথ শম্ভু, প্রধান বক্তা ছিলেন বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ কেন্দ্রীয় কমিটির উপদেষ্টা কাজল দেব নাথ।
এ অনুষ্ঠানের উদ্বোধন করেন বরগুনার জেলা প্রশাসক মোস্তাইন বিল্লাহ।
বক্তব্য রাখেন বরগুনার পুলিশ সুপার মারুফ হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার তোফায়েল আহম্মেদ, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক নির্মল কুমার চ্যাটার্জী, বরগুনা পৌর মেয়র শাহাদাত হোসেন, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের যুগ্ম-সম্পাদক শ্রী রবীন্দ্র নাথ বসু, বরগুনা জজ কোর্টের পিপি অ্যাড. ভুবন চন্দ্র হাওলাদার প্রমূখ।
এছাড়াও উপস্থিত ছিলেন বরগুনা জেলার ৬ টি উপজেলা থেকে আগত বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ উপজেলা শাখার সদস্যরা।