বিডিমেট্রোনিউজ ডেস্ক ॥ নতুন করে আরো দুই বাংলাদেশির শরীরে করোনার ভাইরাস পাওয়া গেছে। এ দুজন ইতালি ও জার্মান থেকে এসেছেন। শনিবার (১৪ মার্চ) রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় ব্রিফিংয়ে একথা জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।
ব্রিফিংয়ে পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন বলেন, আমাদের দেশে যারা করোনা ভাইরাস নিয়ে এসেছেন, আগে দুজন এবং পরে দুজন বিদেশ থেকে এসেছেন। এছাড়া বিদেশ থেকে আসা এক রোগীর সঙ্গে থাকার ফলে আরেকজনেরও এই রোগ হয়।
এর আগে শনিবার দুপুরে সংবাদ সম্মেলনে আইইডিসিআর পরিচালক অধ্যাপক ডা. মীরজাদী সেব্রিনা জানান, বাংলাদেশে এই মুহূর্তে করোনা আক্রান্ত কোনো রোগী নাই। তবে হাসপাতালে ৯ জন আইসোলেশনে এবং চারজন প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে রয়েছে বলে জানানো হয়।
এর আগে গত ৮ মার্চ বাংলাদেশে তিনজন করোনা রোগী শনাক্ত হন। এদের মধ্যে দুজন ইতালি ফেরত প্রবাসী ছিলেন। বাকি একজন ছিলেন ওই আক্রন্তদের একজনের স্ত্রী। পরে গত শুক্রবার আইইডিসিআর জানায়, আক্রন্ত তিন ব্যক্তির মধ্যে দুইজন সুস্থ হয়েছেন। আর আজ (শনিবার) জানানো হয়, আক্রান্তদের সবাই সুস্থ্য।