বিডিমেট্রোনিউজ ডেস্ক ॥ দেশে গত ২৪ ঘণ্টায় আরও ৩ জন করোনা আক্রান্ত শনাক্ত করা হয়েছে। এদের মধ্যে দু’জন শিশু ও একজন নারী। সোমবার দুপুরে এক ব্রিফিংয়ে এ তথ্য জানান সরকারের রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠান (আইইডিসিআর)’র পরিচালক ডা. মীরজাদী সেব্রিনা ফ্লোরা।
তিনি জানান, এ পর্যন্ত সব মিলিয়ে দেশে ৮ জন করোনা রোগী শনাক্ত করা হয়েছে। প্রথম ৩ জনের দু’জন পুরুষ ইতালি ফেরত, আরেকজন নারী তাদের একজনের পরিবারের সদস্য। এদের দু’জন সুস্থ হয়ে ফিরে গেছে। পরবর্তী একজন ইতালি ফেরত ও একজন জার্মানি ফেরত পুরুষের মধ্যে করোনাভাইরাস শনাক্ত করা হয়। সবশেষ আক্রান্ত ৩ জনের একজন নারী ও দু’জন শিশু। তারা দ্বিতীয় দফায় শনাক্তদের একজনের পরিবারের সদস্য।
আইইডিসিআর পরিচালক জানান, দেশে এই মুহূর্তে মোট ১০ জন আইসোলেশনে আছেন। আর ৪ জন প্রাতিষ্ঠানিক হোম কোয়ারেন্টাইনে আছেন।
এই মুহূর্তে আইইডিসিআর ছাড়া অন্য কোথাও করোনা পরীক্ষা করার দরকার নেই বলে জানান তিনি। হোম কোয়ারেন্টাইনে থাকাদের বিশেষ সতর্কতা অবলম্বনের ওপর জোর দেন। বলেন, হোম কোয়ারেন্টাইন সতর্কতার অংশ। তাদের থেকে পরিবারের সদস্যরা সবাই যেন অন্তত ১ মিটার দূরত্ব বজায় রাখেন। অতি বয়স্ক, দীর্ঘমেয়াদে অসুস্থরা বাড়িতে অবস্থানকালে মাস্ক ব্যবহার করবেন।