জাহিদুল হক চন্দন, মানিকগঞ্জ প্রতিনিধি: মানিকগঞ্জের দৌলতপুরে শিশু ধর্ষনের পর পুড়িয়ে হত্যার দায়ে একমাত্র আসামী শাহাদত হোসেন সাধুকে মৃত্যুদন্ডাদেশ দেয়া হয়েছে।
দন্ডপ্রাপ্ত সাধু জেলার দৌলতপুর উপজেলার শ্যামপুর গ্রামের লতিফ শেখের ছেলে।
আজ বুধবার দুপুরে মানিকগঞ্জ নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুন্যালের বিচারক মোহাম্মদ আলী হোসাইন আসামীর উপস্থিতিতে এই রায় প্রদান করেন।
মামলার রায়ে জানা যায়, ২০১৮ সালের ২০ অক্টোবর রাতে আসামী শাহাদত হোসেন সাধু তার স্ত্রীর বোনের মেয়ে আখি আক্তারকে (১৪ বছর বয়সী) ঢাকার সাভার মায়ের বাড়ি থেকে নানীর বাড়িতে পৌছে দেওয়ার কথা বলে দৌলতপুরের শ্যামপুরে গ্রামে একটি পরিত্যক্ত ডিপ মেশিন ঘরে নিয়ে ধর্ষনের পর গলাটিপে হত্যা করে। পরে লাশটি পেট্রোল দিয়ে পুড়িয়ে ফেলে। এই ঘটনায় পরের দিন শিশুর মা বাদী হয়ে সাধুকে আসামী করে দৌলতপুর থানায় মামলা করেন। পরে পুলিশ সাধুকে গ্রেফতার করে। মামলার তদন্তকারী কর্মকর্তা দৌলতপুর থানার এসআই আবদুল হাই আসামীর বিরুদ্ধে আদালতে চার্জশীট দেয়। চার্জশীট ও স্বাক্ষীদের সাক্ষ্যগ্রহন শেষে অভিযোগ প্রমানিত হওয়ায় বিচারক আসামী শাহাদত হোসেন সাধুকে মৃত্যুদন্ডাদেশ দেন।
এতে সন্তোষ প্রকাশ করেন রাষ্ট্রপক্ষের আইনজীবীরা।